জুলাইয়ের ৭ তারিখ থেকে সম্প্রচার শুরু হয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র। পর্দার 'রাণী ভবাণী' রাজনন্দিনী পালকে প্রথম পর্বেই দেখা গিয়েছে। তাছাড়াও দেখা মিলেছে মেগার নায়ক 'রমাকান্ত' সায়ন বোসেরও।
কিন্তু তাছাড়াও আর কার কার দেখা মিলল মেগায়? ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে বিরাট স্টার কাস্ট রয়েছে। ছোট পর্দার সব চেনা ও উজ্জ্বল মুখে ভরা এই মেগার সেট। প্রথমেই যাঁর কথা না বললে নয় তিনি হলেন রাজদীপ গুপ্ত। তাঁকে ধারাবাহিকে 'দেবীপ্রসাদ মৈত্র'-এর চরিত্রে দেখা যাচ্ছে। মেগায় তাঁর চরিত্রটি নেতিবাচক। তাঁকে মেগার নায়ক 'রামকান্ত'-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে।
আরও পড়ুন: টুকটুকে লাল বেনারসী, মাথায় মুকুট, পালকী চড়ে শোভাযাত্রায় 'রাণী ভবাণী' রাজনন্দিনী!
এছাড়াও মেগায় 'রামকান্ত'-এর মা নাটোর রাজ পরিবারের বড় রাণীর ভূমিকায় দর্শকরা অর্পিতা মুখোপাধ্যায়কে দেখেছেন। নাটোরের রাজার ভূমিকায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। তাঁর বড় ছেলের বিধবা স্ত্রীয়ের চরিত্রে নজর কেড়েছেন স্নেহা চট্টোপাধ্যায়। নাটোরের রাজার মায়ের চরিত্রে রয়েছেন স্বাগতা বসু। নাটোরের রাজার ভাইয়ের চরিত্রে রয়েছেন সুদীপ সরকার। তাঁকে 'রঘুনন্দন মৈত্র'-এর চরিত্রে দেখা গিয়েছে। এই মেগায় তাঁর চরিত্রটি পজেটিভ।
অন্যদিকে, নাটোরের রাজার আর এক ভাই 'কৃষ্ণরাম'-এর স্ত্রী, অর্থাৎ পর্দার 'দেবীপ্রসাদ'-এর মায়ের চরিত্রে দেখা গিয়েছে মানসী সেনগুপ্তকে। তিনি ছাড়াও বোন 'ঈশ্বরী'র ভূমিকা রয়েছেন প্রিয়াঙ্কা মিত্র। 'দেবীপ্রসাদ'-এর ঠাকুমার ভূমিকায় রয়েছেন তনিমা সেনকে। ধারাবাহিকের প্রথম পর্ব দেখে বোঝা গিয়েছে তনিমা, প্রিয়াঙ্কা ও মানসীদের চরিত্র নেতিবাচক। তবে এই ধারাবাহিকে মানসীর প্রিয় সখী অরিজিতা মুখোপাধ্যায়ও রয়েছেন। তাঁর চরিত্রের নাম এখনও প্রকাশ্যে না এলেও প্রথম পর্ব থেকে আভাস মিলেছে যে তাঁকে ইতিবাচক।
আরও পড়ুন: সন্তান জন্মানোর আগেই বুকের বাঁদিকে একে অপরের নাম লিখলেন অহনা-দীপঙ্কর!
তাঁরা ছাড়াও এই মেগায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন সৌরভ চট্টোপাধ্যায়। এছাড়াও 'নিম ফুলের মধু'র ‘ধ্যাষ্টা জেঠু’ সুব্রত গুহরায় এই মেগায় আচার্য দেবের ভূমিকায় রয়েছেন।
ধারাবাহিকের প্রথম পর্বেই রাণী ভবাণীর জন্ম, তাঁর অস্ত্র শিক্ষা ও বড় হয়ে ওঠার গুরুত্বপূর্ণ নানা অংশ তুলে ধরা হয়েছে। অন্যদিকে, নাটোর রাজ পরিবারের নানা ঘটনাও উঠে এসেছে। সেখানে নায়ক 'রামকান্ত' যুবরাজ পদে অভিষেকের পর, দেবীপ্রসাদের ষড়যন্ত্রে নাটোর রাজপরিবারের উপর দেবীর অভিশাপে নেমে এসেছে কালোছায়া। মন্দির ছেড়েছেন তিনি। তবে আচার্য দেবকে স্বপ্নাদেশ দিয়েছেন কোনও দেবাংশির মাধ্যমেই তিনি আবার ফিরবেন।
অন্যদিকে, ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখানো হয়েছে সেই দেব কন্যার খোঁজ পেয়েছেন আচার্য দেব। নাটোরের যুবরাজের সঙ্গে 'ভবানী'র বিয়ে স্থির হয়েছে। এরপর গল্প কোন দিকে মোড় নেয় তার উত্তর মিলবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী' ধারাবাহিকে।