বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Rahman: 'তোমার বেলায় মিউজিক বাজল, আর আমার বেলায়...' খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান
পরবর্তী খবর
AR Rahman: 'তোমার বেলায় মিউজিক বাজল, আর আমার বেলায়...' খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান
1 মিনিটে পড়ুন Updated: 02 Dec 2023, 11:12 AM ISTSubhasmita Kanji
AR Rahman: ছোট্ট অনুরাগীর অভিযোগে নাজেহাল রহমান। একটি ফেস্টিভ্যালের মাঝে ঠিক কী ঘটল সাত বছরের এক খুদে এবং এআর রহমানের মধ্যে?
খুদে ভক্তের অভিযোগে হেসে খুন রহমান
সম্প্রতি কথাকর ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন এআর রহমান। সেখানেই রহমানকে এক খুদের সঙ্গে গান গাইতে দেখা গেল। শুধুই কি তাই, সেই খুদে গায়কের কাছে রীতিমত অভিযোগও করেন একাধিক বিষয়ে। আবার তাঁকে বকাও দেন। তাঁদের দুজনের খুনসুটি দেখে দর্শকরা তো বটেই নেটিজেনরাও সকলে হাসছেন।
রহমানের সঙ্গে খুদের খুনসুটি
এদিন কথাকর ফেস্টিভ্যালে রহমানের পাশে বসে এক খুদেকে হাম্মা হাম্মা গানটি গাইতে দেখা যায়। গান শেষ হওয়ার পরই সে এআর রহমানের কাছে রীতিমত অভিযোগ করে। বলে, 'দেখলে, তুমি যখন গাইলে তখন মিউজিক বাজল। আর আমি যখন গাইলাম বাজল না।' তার কথা বলার ধরন দেখে সবাই হেসে গড়িয়ে পড়েন। এরপর তাকে বোঝানোর জন্য রহমান বলেন, 'না না, বিষয়টা এমন নয় আমার বয়স ৫৬ বছর। তুমি আমার থেকে ভালো গাইবে আগামীতে।' তখন সে অভিযোগ করে আবার বলে, 'বিষয়টা মোটেই বয়সের নয়।' তখন রহমান তাঁকে বুঝিয়ে বলেন, বয়সের বিষয় নয় ঠিকই, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমরা আরও উন্নত হই, ভালো পারফর্ম করি তাই না? গায়কের কথায় সে সম্মতি জানায়। তখন রহমান তাকে বলেন, 'আমি তোমায় একটি কিবোর্ড কিনে দেব। তুমি তাতে ভালো করে প্র্যাকটিস করো। পরের বার এসে আমি তোমার গান শুনব।' তাঁদের দুজনের এই খুনসুটি ভরা ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে।