একটা বলেই ‘কেকেআর কোটা’-র বরুণ চক্রবর্তী হয়ে উঠেছেন ‘হিরো’। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ট্র্যাভিস হেডকে আউট করার পরে তাঁকে কার্যত মসিহার চোখে দেখছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন বরুণকে। কিন্তু ভালোবাসা প্রকাশ করতে গিয়ে কেউ-কেউ আবার ভুল বরুণকে কৃতিত্ব দিয়ে ফেলছেন। আর গুটিকয়েক কয়েকজন নেটিজেন যে সেই ভুল করেছেন, তা মোটেও নয়। বরং অনেকেই বরুণ চক্রবর্তীর জায়গায় বলিউড তারকা বরুণ ধাওয়ানের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে প্রশংসাসূচক কমেন্ট করে আসছেন। আর সেই বিষয়টি নিয়ে তুমুল মজা করতে থাকেন বলিউড তারকা। নেটিজেনদের কাঁধে কাঁধ মিলিয়ে বললেন যে গলি ক্রিকেটে তাঁরও ৩৫ বছরের অভিজ্ঞতা আছে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বরুণের নিজেকে আবার ‘রহস্যময় স্পিনার’-ও বলে বসেন বলিউড তারকা।
আরও পড়ুন: Gambhir on Kohli: রান তাড়ার সময় বিরাট ক্রিজে থাকলে স্পেশাল কিছু মনে হয় না, সবাই এক! দাবি গম্ভীরের
‘গালি ক্রিকেটে আমার ৩৫ বছরের অভিজ্ঞতা আছে’
বলিউড তারকার পোস্ট করা একটি ছবিতে এক নেটিজেন যেমন বলেন, ‘ভাই, তোমার ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে খেলা উচিত ছিল।’ যে ফাইনালে ভারতের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিলেন হেড। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে মজা করে বলিউড তারকা বলেন, ‘বিসিসিআইকে (ভারতীয় ক্রিকেট বোর্ড) বলা উচিত যে গালি ক্রিকেটে আমার ৩৫ বছরের অভিজ্ঞতা আছে।’ একজন আবার বলেন, ‘থ্যাঙ্ক ইউ বরুণ ভাই।’
‘আমায় হেডকে আউট করতেই হত', মজা বরুণ ধাওয়ানের
নেটিজেনদের সেইসব মন্তব্য আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন বলিউড তারকা। তাতে দেখা যায়, এক নেটিজেন বলছেন যে ‘বরুণ ধাওয়ানকে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করে দেওয়া হোক।’ একজন আবার বলেন, ‘আপনি হেডের উপরে পুরোপুরি ছড়ি ঘোরালেন।’ অপর একজন বলেন, ‘কেন হেডকে আউট করলেন বরুণ ধাওয়ান?’ তাতে অভিনেতা বলেন, ‘আমায় করতেই হত। সময় হয়ে এসেছিল।’ একজন আবার ভারতীয় স্পিনারের মুখে বলিউড তারকার ছবি বসিয়ে দিয়ে লেখেন, ‘রহস্যময় স্পিনার।’
বলিউড তারকার কৌতুকরসে মজেছেন নেটিজেনরা
আর সেইসব কমেন্ট এবং বলিউড তারকার প্রত্যুত্তর দেখে হেসে খুন হয়ে গিয়েছেন নেটিজেনদের একাংশ। অভিনেতার কৌতুকরস দেখে মজেছেন অনেকেই। তেমনই এক নেটিজেন বলেন, ‘হাহা!! আপনি যা সব উত্তর দিচ্ছেন, তাতে পুরো কাঁপিয়ে দিচ্ছেন।’ অপর একজন বলেন, ‘এত মজাদার কমেন্ট সেকশন আগে কখনও দেখিনি।’ একজন আবার বলেন, ‘আজ আপনার দুর্দান্ত দিন কেটেছে না?’