গত বছরটা খুবই ভালো গেছিল ভারতের উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনের। তিনি দেশের জার্সিতে টি২০ ফরম্যাটে দুরন্ত পারফরমেন্স করেছিলেন। কিন্তু ২০২৫ সালের শুরুটা একদমই খারার হয়েছে তাঁর। যেখানে গত বছর পাঁচ ইনিংসে তিনটি শতরান করেছিলেন সঞ্জু, এবছরে তিনিই ফর্ম খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু রান পাচ্ছেন না। বিশেষ করে শর্ট বলের ক্ষেত্রে তাঁর দুর্বলতা বারবার চোখে পড়ছে।
খারাপ সময় সঞ্জুর পাশে সঞ্জয় মঞ্জরেকর-
ইংল্যান্ড সিরিজে সঞ্জু স্যামসনের স্কোর ২৬, ৫, ৩ এবং ১। প্রথম ম্যাচের ২৬ রানটা টি২০র ক্ষেত্রে তাও চলে গেলেও বাকি ইনিংসে জোফ্রা আর্চার, সাকিব মাহমুদদের বিপক্ষে বাজেভাবে ব্যর্থ হয়েছেন এই কেরলাইট ব্যাটার।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এভাবে পরপর ব্যর্থ হলে আর ক্রিকেটারদের বেশি সুযোগ দেয়না টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সঞ্জু সঙ্গে যাতে তেমনটা না হয়, সেই আর্জি জানাচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা।
সঞ্জুকে যেন আরও সুযোগ দেওয়া হয়-
সঞ্জয় মঞ্জরেকর বলছেন, ‘যখন টি২০ ক্রিকেটের প্রতিভাদের দিকে তাকাতে হয় তখন দেখতে হয় তারা খেললে ম্যাচে কি ধরণের প্রভাব বিস্তার করতে পারছে। আর দলের ক্ষেত্রেই বা তাঁরা কতটা অবদান রাখতে পারছে। আর সঞ্জুর ক্ষেত্রে দেখা যায় ও যখন ভালো খেলে তখন শতরান করে দলকে জয়ের পজিশনে বসিয়ে দেয়। তাই এরকম ক্রিকেটারদের ব্যর্থতাকেও মেনে নিতে হবে। আর একটু বেশি ম্যাচে ব্যর্থ হলেও তাঁদের সুযোগ দিতে হবে, কারণ এটাই টি২০ ক্রিকেটের চরিত্র। কারণ টি২০ ফরম্যাটে শুধু নিজের জন্য খেলা যায় না। দলের জন্য বাধ্য হয়েই রিস্ক নিতে হয়। আশা করব দ্রুত ও আবার একটা ভালো ইনিংস দিয়েই কামব্যাক করবে’।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
ওপেনারদের মধ্যে অন্যতম সেরা স্ট্রাইক রেট-
ভারতীয় দলের টি২০ ওপেনার শুধু নয়, গোটা বিশ্বের অন্যান্য বর্তমান টি২০ ওপেনারদের মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে গত বছরে সঞ্জু স্ট্রাইক রেট ছিল অন্যতম সেরা। কমপক্ষে ৫০০ রান করা ওপেনারদের মধ্যে সঞ্জু গতবার তিনটি শতরানের পাশাপাশি টি২০তে ১৭৭.৫৪ স্ট্রাইক রেটে রান করেছিলেন।
অন্য কেউ হলে বলতাম না-
মঞ্জরেকর আরও বলছেন, ‘ আমার মনে হয় ভারতীয় দলকে এটা নিশ্চিত করতে হবে যাবে সঞ্জু বেশি সম্ভব ইনিংস পায়। কারণ ও যত বেশি ইনিংস পাবে, ও রানে ফিরলে দলের ততই লাভ। অন্য কোনও ক্রিকেটার যদি ওর জায়গায় হত, তাহলে হয়ত তার জন্য একথা বলতাম না। কিন্তু এই মূহূর্তে সঞ্জুর ব্যাটিংয়ের যা চরিত্র, তাতে ওর ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের ধৈর্যশীল হওয়া প্রয়োজন’।