মেলবোর্নে বিরাট কোহলির সঙ্গে স্যাম কনস্টাসের কাঁধের ধাক্কা দেখা যায়। কনস্টাস অভিষেক টেস্টে খেলতে নেমে জসপ্রীত বুমরাহকে এক ওভারে ১৮ রান মারে, এরপরই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি কিছুটা আগ্রাসী হয়ে ওঠেন। মহম্মদ সিরাজের বিরুদ্ধেও আগ্রাসী ব্যাটিং করছিলেন নবাগত কনস্টাস। এরপরই হাল্কা কাঁধে কাঁধে ধাক্কা লাগে বিরাট এবং কনস্টাসের।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
অভিষেক ম্যাচেই বিরাট বিতর্কে কনস্টাস-
দেখে বোঝাই যাচ্ছিল এক্ষেত্রে হয়ত অস্ট্রেলিয়ান ওপেনার স্যান কনস্টাসের তেমন কোনও দোষ নেই, কারণ তিনি গ্লাভস ঠিক করতে করতে হাঁটছিলেন। তখনই ক্রিজের কাছে এসে কোহলি তাঁকে কাঁধে কাঁধে ধাক্কা দেন। এরপরই আম্পায়াররা এবং উসমান খোয়াজা এগিয়ে গিয়ে বিষয়টি সামান দেন, পড়ে অবশ্য বিষয়টিকে অতটা গুরুত্ব দিয়ে দেখেননি কনস্টাস।
অযথা বিতর্কে বিরাট-
১৯ বছরের একজন ক্রিকেটার যিনি মেলবোর্নে অভিষেক করেছেন, সঙ্গে অর্ধশতরানও করেছে। তাঁর ভালো ইনিংসের পর তাঁকে ধাক্কা দেওয়ায় বিরাটের কাজের নিন্দা করেন অনেকে। এর মধ্যে ছিলেন রিকি পন্টিংও। যদিও তিনি নিজেও যে সাধু ছিলেন না সেটা সকলেরই জানা। অজিদের যখন ক্রিকেটবিশ্বে রমরমা, তখন একাধিকবার অসাধু উপায় কাজে লাগিয়েছেন পন্টিং। তাই তিনি বিরাটকে নিয়ে কথা বলতেই পাল্টা নেটিজেনরাও তাঁর পুরনো ভিডিয়ো ভাইরাল করলেন।
বিরাটের সমালোচনায় পন্টিং-
রিকি পন্টিং ঘটনার পর বলেছিলেন, ‘বিরাটে হাঁটার দিকে একবার দেখ, ও পিচের দিকে ডানদিকে এগিয়ে গেল। ইচ্ছাকৃতভাবেই ওই ধাক্কাধাক্কিটা করল। আমার মাথায় কোনও সন্দেহ নেই বিষয়টা নিয়ে। কনস্টাস একটু পরে মাথা তুলেছে, ফলে তাঁর পক্ষে সম্ভব নয় দেখা যে কেউ সামনে আছে কিনা। সামনে যাকে (বিরাটকে) দেখা যাচ্ছে, তাঁকে অনেক কিছুরই নিশ্চয় জবাব দিতে হবে। ’।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
১৯৯৮ সালে রিকি যা করেছিলেন-
রিকি পন্টিংয়ের এই বক্তব্যের পরই তাঁর একাধিক বিতর্কিত ঘটনার মধ্যে থেকে এক ঘটনার কথা নেটিজেনরা মনে করিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৯৮ সালে শারজাহতে যখন হরভজন সিং ১৯ বছর বয়সী পন্টিংকে আউট করেছিলেন, তখন পাল্টা পন্টিংও বিরাটের থেকেও অনেক খারাপভাবে ভাজ্জির দিকে এগিয়ে গেছিলেন। তাঁকে স্লেজ করতে গেছিলেন। সেই ভিডিয়োই এখন ভাইরাল।