বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs AP Ranji Trophy Highlights: অনুষ্টুপের দারুণ শতরান, ৯৬ রান সৌরভের, রঞ্জিতে প্রথম দিনে প্রায় ৩০০ তুলল বাংলা
পরবর্তী খবর
BENG vs AP Ranji Trophy Highlights: অনুষ্টুপের দারুণ শতরান, ৯৬ রান সৌরভের, রঞ্জিতে প্রথম দিনে প্রায় ৩০০ তুলল বাংলা
3 মিনিটে পড়ুন Updated: 05 Jan 2024, 04:40 PM ISTAyan Das
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান। ১২৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ৯৬ রান করেন সৌরভ পাল। যিনি রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলছেন।
রঞ্জি ট্রফিতে প্রথম দিনের শেষে ভালো জায়গায় বাংলায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
দুর্দান্ত শতরান অনুষ্টুপ মজুমদারের, অভিষেকেই ৯৬ রানের নজরকাড়া ইনিংস সৌরভ পালের - সেই দু'জনের সৌজন্যে রঞ্জি ট্রফির শুরুটা ভালো হল বাংলার। ভাইজাগে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চার উইকেটে ২৮৯ রান তুললেন মনোজ তিওয়ারিরা। যিনি দ্বিতীয় দিনে বাংলাকে কমপক্ষে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দিতে যান। তবে দুর্দান্ত শতরান সত্ত্বেও হতাশ হবেন অনুষ্টুপ। কারণ তিনি যেভাবে খেলছিলেন, তাতে একটা বড় শতরান হাতছাড়া করলেন। অন্যদিকে, মাত্র চার রানের জন্য রঞ্জি ট্রফির অভিষেকেই শতরান করতে পারলেন না সৌরভ।
বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড
বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের আপডেট
— শেষ প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান। প্রথম দিন ৮৬ ওভার খেলা হয়েছে। সৌরভ পাল করেছেন ৯৬ রান। অনুষ্টুপ মজুমদার ১২৫ রান করেছেন। তাঁদের জুটিতে ওঠে ১৮৯ রান। আপাতত ক্রিজে আছেন মনোজ তিওয়ারি (১৫ রান) এবং মহম্মদ কাইফ (শূন্য রান)। অন্ধ্রপ্রদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন এ ললিত মোহন। একটি করে উইকেট পেয়েছেন শোয়েব মহম্মদ খান এবং কে নীতীশ কুমার রেড্ডি।
— আউট হয়ে গেলেন অনুষ্টুপ মজুমদার। ১৩৯ বলে ১২৫ রান করেন বাংলার তারকা ব্যাটার। ১৫টি চার মারেন। দুটি ছক্কা হাঁকান। ৮৪.৩ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান।
— বাংলার একটা দুর্দান্ত জুটি ভেঙে গেল। তৃতীয় উইকেটে ১৮৯ রান যোগ করেন অনুষ্টুপ মজুমদার এবং সৌরভ পাল। তাঁদের সৌজন্যে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজন অবস্থায় রয়েছে বাংলা। ক্রিজে এসেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
— মাত্র চার রানের জন্য সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করতে পারলেন না সৌরভ পাল। রঞ্জি ট্রফির অভিষেকের শতরান হাঁকিয়ে সচিনের রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল বাংলার উইকেটকিপারের সামনে। কিন্তু ৯৬ রানে আউট হয়ে গেলেন। ২৩২ বলে ৯৬ রানের জমাট ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১০টি চার। তৃতীয় উইকেট পড়ল বাংলার। ৭১.১ ওভারে বাংলার স্কোর তিন উইকেটে ২৫১ রান।
— চাপে বাংলা, আর অনুষ্টুপ মজুমদার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন না - সেটা কখনও হয় নাকি? শুক্রবার আবারও মিলল সেই উত্তর। প্রয়োজনের সময় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকালেন অনুষ্টুপ। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১৪ তম শতরান। মাত্র ১১২ বলে শতরান পূরণ করেন তিনি। অর্থাৎ শতরান দিয়ে রঞ্জি অভিযান শুরু করলেন।
— ৬২ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর বাংলার ইনিংসকে ২০০ রানের কাছে নিয়ে গিয়েছেন সৌরভ পাল এবং অনুষ্টুপ মজুমদার। দু'জনেই শতরানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
— জমাট লাগছে বাংলার দুই ব্যাটার সৌরভ পাল এবং অনুষ্টুপ মজুমদার। তৃতীয় উইকেটে তাঁরা ইতিমধ্যে ১৩৬ রান উঠে গিয়েছে। ৫৯ ওভারে বাংলার স্কোর দুই উইকেটে ১৯৮ রান। ৯০ বলে ৭৪ রানে খেলছেন অনুষ্টুপ। ১৮৪ বলে ৭৮ রানে খেলছেন সৌরভ। চা পানের বিরতিও হয়ে গেল।
— লাঞ্চের মধ্যেই আউট হয়ে যান বাংলার ওপেনার শ্রেয়াংশ ঘোষ এবং সুদীপকুমার ঘরামি। শ্রেয়াংশ করেছেন ১১ রান। সুদীপ ১৮ রান করেন। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার স্কোর ৩৩ ওভারে দুই উইকেটে ৮১ রান। ক্রিজে আছেন সৌরভ পাল (২৮ রান) এবং অনুষ্টুপ মজুমদার (১৮ রান)।
— আজ থেকে শুরু হল রঞ্জি ট্রফি। প্রথমদিনেই মাঠে নেমেছে বাংলা, সৌরাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো দল। হনুমা বিহারীর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু করেছেন মনোজ তিওয়ারিরা। ভাইজাগের ওয়াই এস রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে বাংলা।
রঞ্জি ট্রফিতে বাংলার দল
কেরিয়ারের শেষ রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করছেন মনোজই। দলে সুযোগ পেয়েছেন একঝাঁক নয়া মুখ। রঞ্জি ট্রফিতে ১৮ জনের দলে কারা কারা আছেন (প্রথম দুটি ম্যাচের জন্য), তা দেখে নিন এখানে - মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সৌরভ পাল (উইকেটকিপার), শ্রেয়াংশ ঘোষ, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশদীপ, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সুরজ সিন্ধু এবং সুমন দাস।