Loading...
বাংলা নিউজ > ক্রিকেট > BENG vs AP Ranji Trophy Highlights: অনুষ্টুপের দারুণ শতরান, ৯৬ রান সৌরভের, রঞ্জিতে প্রথম দিনে প্রায় ৩০০ তুলল বাংলা
পরবর্তী খবর

BENG vs AP Ranji Trophy Highlights: অনুষ্টুপের দারুণ শতরান, ৯৬ রান সৌরভের, রঞ্জিতে প্রথম দিনে প্রায় ৩০০ তুলল বাংলা

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের মুখোমুখি হয়েছে বাংলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান। ১২৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। ৯৬ রান করেন সৌরভ পাল। যিনি রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচ খেলছেন।

রঞ্জি ট্রফিতে প্রথম দিনের শেষে ভালো জায়গায় বাংলায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

দুর্দান্ত শতরান অনুষ্টুপ মজুমদারের, অভিষেকেই ৯৬ রানের নজরকাড়া ইনিংস সৌরভ পালের - সেই দু'জনের সৌজন্যে রঞ্জি ট্রফির শুরুটা ভালো হল বাংলার। ভাইজাগে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চার উইকেটে ২৮৯ রান তুললেন মনোজ তিওয়ারিরা। যিনি দ্বিতীয় দিনে বাংলাকে কমপক্ষে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দিতে যান। তবে দুর্দান্ত শতরান সত্ত্বেও হতাশ হবেন অনুষ্টুপ। কারণ তিনি যেভাবে খেলছিলেন, তাতে একটা বড় শতরান হাতছাড়া করলেন। অন্যদিকে, মাত্র চার রানের জন্য রঞ্জি ট্রফির অভিষেকেই শতরান করতে পারলেন না সৌরভ।

বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের স্কোরকার্ড

বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ ম্যাচের আপডেট

— শেষ প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান। প্রথম দিন ৮৬ ওভার খেলা হয়েছে। সৌরভ পাল করেছেন ৯৬ রান। অনুষ্টুপ মজুমদার ১২৫ রান করেছেন। তাঁদের জুটিতে ওঠে ১৮৯ রান। আপাতত ক্রিজে আছেন মনোজ তিওয়ারি (১৫ রান) এবং মহম্মদ কাইফ (শূন্য রান)। অন্ধ্রপ্রদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন এ ললিত মোহন। একটি করে উইকেট পেয়েছেন শোয়েব মহম্মদ খান এবং কে নীতীশ কুমার রেড্ডি।

— আউট হয়ে গেলেন অনুষ্টুপ মজুমদার। ১৩৯ বলে ১২৫ রান করেন বাংলার তারকা ব্যাটার। ১৫টি চার মারেন। দুটি ছক্কা হাঁকান। ৮৪.৩ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ২৮৯ রান।

— বাংলার একটা দুর্দান্ত জুটি ভেঙে গেল। তৃতীয় উইকেটে ১৮৯ রান যোগ করেন অনুষ্টুপ মজুমদার এবং সৌরভ পাল। তাঁদের সৌজন্যে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজন অবস্থায় রয়েছে বাংলা। ক্রিজে এসেছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

— মাত্র চার রানের জন্য সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করতে পারলেন না সৌরভ পাল। রঞ্জি ট্রফির অভিষেকের শতরান হাঁকিয়ে সচিনের রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল বাংলার উইকেটকিপারের সামনে। কিন্তু ৯৬ রানে আউট হয়ে গেলেন। ২৩২ বলে ৯৬ রানের জমাট ইনিংস খেলেন তিনি। ইনিংসে ছিল ১০টি চার। তৃতীয় উইকেট পড়ল বাংলার। ৭১.১ ওভারে বাংলার স্কোর তিন উইকেটে ২৫১ রান।

— চাপে বাংলা, আর অনুষ্টুপ মজুমদার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন না - সেটা কখনও হয় নাকি? শুক্রবার আবারও মিলল সেই উত্তর। প্রয়োজনের সময় অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত শতরান হাঁকালেন অনুষ্টুপ। যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১৪ তম শতরান। মাত্র ১১২ বলে শতরান পূরণ করেন তিনি। অর্থাৎ শতরান দিয়ে রঞ্জি অভিযান শুরু করলেন।

— ৬২ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর বাংলার ইনিংসকে ২০০ রানের কাছে নিয়ে গিয়েছেন সৌরভ পাল এবং অনুষ্টুপ মজুমদার। দু'জনেই শতরানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

— জমাট লাগছে বাংলার দুই ব্যাটার সৌরভ পাল এবং অনুষ্টুপ মজুমদার। তৃতীয় উইকেটে তাঁরা ইতিমধ্যে ১৩৬ রান উঠে গিয়েছে। ৫৯ ওভারে বাংলার স্কোর দুই উইকেটে ১৯৮ রান। ৯০ বলে ৭৪ রানে খেলছেন অনুষ্টুপ। ১৮৪ বলে ৭৮ রানে খেলছেন সৌরভ। চা পানের বিরতিও হয়ে গেল।

— লাঞ্চের মধ্যেই আউট হয়ে যান বাংলার ওপেনার শ্রেয়াংশ ঘোষ এবং সুদীপকুমার ঘরামি। শ্রেয়াংশ করেছেন ১১ রান। সুদীপ ১৮ রান করেন। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলার স্কোর ৩৩ ওভারে দুই উইকেটে ৮১ রান। ক্রিজে আছেন সৌরভ পাল (২৮ রান) এবং অনুষ্টুপ মজুমদার (১৮ রান)।

— আজ থেকে শুরু হল রঞ্জি ট্রফি। প্রথমদিনেই মাঠে নেমেছে বাংলা, সৌরাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো দল। হনুমা বিহারীর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু করেছেন মনোজ তিওয়ারিরা। ভাইজাগের ওয়াই এস রাজাশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে বাংলা।

রঞ্জি ট্রফিতে বাংলার দল

কেরিয়ারের শেষ রঞ্জি ট্রফিতে বাংলার অধিনায়কত্ব করছেন মনোজই। দলে সুযোগ পেয়েছেন একঝাঁক নয়া মুখ। রঞ্জি ট্রফিতে ১৮ জনের দলে কারা কারা আছেন (প্রথম দুটি ম্যাচের জন্য), তা দেখে নিন এখানে - মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), সৌরভ পাল (উইকেটকিপার), শ্রেয়াংশ ঘোষ, রণজ্যোৎ সিংহ খইরা, শুভম চট্টোপাধ্যায়, আকাশদীপ, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রায় বর্মন, সুরজ সিন্ধু এবং সুমন দাস।

আজ রঞ্জি ট্রফিতে আর কোন কোন ম্যাচ হচ্ছে? 

১) মহারাষ্ট্র বনাম মণিপুর। 

২) বিদর্ভ বনাম সার্ভিসেস। 

৩) সৌরাষ্ট্র বনাম ঝাড়খণ্ড। 

৪) কেরল বনাম উত্তরপ্রদেশ। 

৫) কর্ণাটক বনাম পঞ্জাব। 

৬) গুজরাট বনাম তামিলনাড়ু। 

৭) উত্তরাখণ্ড বনাম মধ্যপ্রদেশ। 

৮) বরোদা বনাম ওড়িশা। 

৯) দিল্লি বনাম পুদুচেরি। 

১০) অরুণাচল প্রদেশ বনাম মেঘালয়। 

১১) মিজোরাম বনাম সিকিম। 

১২) ছত্তিশগড় বনাম অসম। 

১৩) বিহার বনাম মুম্বই। 

১৪) ত্রিপুরা বনাম গোয়া। 

১৫) নাগাল্যান্ড বনাম হায়দরাবাদ।

আরও পড়ুন: প্র্য়াক্টিসের ভিডিয়োর সঙ্গে রাহানের ৩টি শব্দের ক্যাপশন ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, তবে কি…?

রঞ্জি ট্রফির গ্রুপবিন্যাস 

১) এলিট গ্রুপ 'এ': সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, বিদর্ভ,  সার্ভিসেস এবং মণিপুর। 

২) এলিট গ্রুপ 'বি': বাংলা, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তিশগড়, অসম, বিহার, উত্তরপ্রদেশ।

৩) এলিট গ্রুপ 'সি': কর্ণাটক, পঞ্জাব, রেলওয়েজ, তামিলনাড়ু, গোয়া, গুজরাট, ত্রিপুরা, চণ্ডীগড়। 

৪) এলিট গ্রুপ 'ডি': মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বরোদা, দিল্লি, ওড়িশা, পুদুচেরি, জম্মু ও কাশ্মীর। 

৫) প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দরাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ।

আরও পড়ুন: Rohit furious with Indian pitch critics: ভারতীয় পিচ নিয়ে একদম মুখ বন্ধ রাখুন! এখানে কী হল? রেগে ফায়ার রোহিত, তোপ ICC-কেও

Latest News

'এটা সত্যি সৌভাগ্যের...',আন্তর্জাতিক মঞ্চে ‘চমকিলা’ মনোনীত হতেই খুশি পরিনীতি বৃশ্চিকে এন্ট্রি বুধ ও মঙ্গলের! টাকার বন্যায় ভাসবে অ্যাকাউন্ট, লাকি লিস্টে কারা? শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর! বড় আদেশ দিল রাজস্থান হাইকোর্ট ছাব্বিশে সরকার বদলের প্রার্থনা মা দুর্গার কাছে, কলকাতায় মণ্ডপ উদ্বোধন অমিত শাহের ঐশ্বর্য-ক্যাটরিনাদের সঙ্গে প্রেম! সলমনের ভার্জিনিটি নিয়ে মস্করা টুইঙ্কলের ‘যখন জেহর ঘরের মেঝেতে পড়ে যাই, তখন চোখের সামনে…’! ২০২৫ সাল কঠিন ছিল, মত সইফের বাস্তবতাকে এড়িয়ে যাওয়া যায় না, H1B ভিসা ফি বৃদ্ধির মাঝে বড় মন্তব্য জয়শঙ্করের অবৈধ প্রবেশ! মার্কিন মুলুকে পরপর দুর্ঘটনা, পুলিশের জালে ভারতীয় ট্রাকচালক রাজ্যেজুড়ে চলছে বিশেষ মিডিয়েশন ক্যাম্প, সমাধান হচ্ছে কয়েক হাজার মামলার মিনি রাইসিনা হিলস!বিশ্বের বিলাসবহুল ট্রেন যাত্রায় রাষ্ট্রপতি,কী কী সুবিধা রয়েছে?

Latest cricket News in Bangla

মাঠে সীমা ছাড়ানো রউফ, শাহিবজাদাকে নিয়ে মুখ খুললেন পাক কোচ মাইক হেসেন অভিযোগ করেছিল PCB, ICC-র শুনানিতে সূর্যকুমার যাদব, শাস্তি পাবেন ভারত অধিনায়ক? এশিয়া কাপ ফাইনালের আগে ভারতকে 'সতর্কবাণী' পাক অধিনায়কের, সলমন আঘা বললেন… সুযোগ না পেয়েই টেস্ট দল থেকে বাদ ঈশ্বরণ,ঘোষণা করা হল ভারতের নয়া সহ-অধিনায়কের নাম আরও নীচে নামল পাকিস্তান, পদমর্যাদা ভুলে বিতর্কিত পোস্ট PCB প্রধানের মাঠে ছাড়িয়েছিল সীমা, পাইক্রফটের কাছে হারিস-ফারহানের বিরুদ্ধে অভিযোগ ভারতের এশিয়া কাপে পাকিস্তানের প্রাথমিক 'জয়', বিরাট সমস্যায় পড়তে পারেন সূর্যকুমার যাদব 'আমরা ছক্কা মারার কথা ভাবি না...', ম্যাচ হেরে 'আজব' উক্তি বাংলাদেশ অধিনায়কের বড় শাস্তির খাঁড়া! ক্রিকেট থেকে US-কে নির্বাসিত করলেন জয় শাহ, কারণ কী? এশিয়া কাপে আজ ভারত-বাংলাদেশ ম্যাচ যেন সেমিফাইনাল, একনজরে দেখুন সমীকরণ

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ