বাংলা নিউজ > ক্রিকেট > RCB পুরুষ দলের সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে ভাবছি না- WPL ফাইনালের আগে আত্মবিশ্বাসী স্মৃতির
পরবর্তী খবর
RCB পুরুষ দলের সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে ভাবছি না- WPL ফাইনালের আগে আত্মবিশ্বাসী স্মৃতির
1 মিনিটে পড়ুন Updated: 16 Mar 2024, 08:16 PM ISTTania Roy
আরসিবি পুরুষ দল গত ১৭ বছরে একটিও আইপিএল শিরোপা জিততে পারেনি। তিন বার রানার্স আপ হয়েছে তারা। কিন্তু মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে মন্ধানার নেতৃত্বাধীন দলের কাছে রবিবার শিরোপা জয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে।
Ad
স্মৃতি মন্ধানা। ছবি: পিটিআই
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রবিবার মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। তার আগে অধিনায়ক স্মৃতি মন্ধানা এই ম্যাচ নিয়ে খুব বেশি চাপ দিতে চান না। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, আইপিএলের পুরুষ দলের সঙ্গে তাঁরা নিজেদের তুলনা করার মেজাজে নেই।
আরসিবি পুরুষ দল গত ১৭ বছরে একটিও আইপিএল শিরোপা জিততে পারেনি। তিন বার রানার্স আপ হয়েছে তারা। কিন্তু মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে মন্ধানার নেতৃত্বাধীন দলের কাছে রবিবার শিরোপা জয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করার পর ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে মন্ধানা বলেছেন, ‘প্রথমত আমি মনে করি, এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বিশেষ করে পুরুষদের সঙ্গে যা ঘটেছিল, সেটা কখনও কখনও চাপ তৈরি করেছিল। তবে আমরা শুধু ভেবেছিলাম যে, সবে দ্বিতীয় মরশুম এটি, তাই খুব বেশি চাপ নিইনি। আর তাই পুরুষ দলের সঙ্গে যা ঘটেছে, তার সঙ্গে যোগ স্থাপনও করছি না।’ প্রসঙ্গত, ১৪ ম্যাচের মধ্যে ৭টিতে জয় পেয়েছে আরসিবি। ২০২৩ আইপিএলে তারা লিগ টেবলের ছয় নম্বরে শেষ করেছিল। প্লে-অফে তারা উঠতে পারেনি।
আরসিবি গত বছর মহিলা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে খুব একটা ভালো ফল করতে পারেনি। লিগ স্ট্যান্ডিংয়ে চতুর্থ স্থানে শেষ করেছিল তারা। কিন্তু মন্ধানা বিশ্বাস করেন যে, বর্তমান সময়ে ভেসে থাকাটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘ক্রিকেট যা শিখিয়েছে, তা হল বর্তমানে ভেসে থাকাটা গুরুত্বপূর্ণ। এটা নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলা, যারা আগামী কাল (রবিবার) সেরা ক্রিকেট খেলবে, তারাই জিতবে।’
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘গত বছরটি আরসিবি-এর জন্য মোটেও ভালো যাইনি। গত ২৫ দিনে আমরা একে অপরের সঙ্গ সব সময়ই উপভোগ করেছি, সত্যিই প্রক্রিয়াটির উপর ফোকাস করেছি, ভালো প্রশিক্ষণ করছি। কিছু রাতারাতি পরিবর্তন হয় না। আমরা পরিবর্তন করছিও না। তবে মনে রাখতে হবে, এটি একটি ফাইনাল।’