
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচেই সিএসকে জয়ের দেখা পেয়েছে। সৌজন্যে মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফিনিশিং। এরই মধ্যে ফের একবার প্লে অফের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে মাহিভক্তরা। আসলে ধোনি হচ্ছেন সিএসকে ভক্তদের কাছে অনেকটা স্বপ্নের নায়কের মতো। তিনি আসতেই দলও যেন বারবার কামব্যাক করে।
এর আগে রবীন্দ্র জাদেজাকে এক মরশুমের জন্য আইপিএলে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু সেবার জাড্ডু ব্যর্থ হয়েছিলেন। ফলে ফের একবার মহেন্দ্র সিং ধোনিকেই নিজের চেনা এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের দায়িত্বে ফিরতে হয়েছিল। গত বছর থেকে সিএসকের ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন মাহি।
এবারের আইপিএলেও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়ই। কিন্তু পরপর চারটি ম্যাচে হারের পর রুতুর হাতে চোট দেখা দেয়। এরপরই তিনি ছিটকে যান আইপিএল থেকে। যার ফলে গোটা মরশুমেই আইপিএলে আর খেলা হবে না রুতুরাজের। ফলে চেন্নাই সুপার কিংসের দুঃসময় আবারও অধিনায়কত্বের ব্য়াটন নিজের হাতেই তুলে নেন মাহি।
আর দায়িত্ব নিয়ে এসেই তিনি প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে নিজেই ম্যাচ ফিনিশ করেন। তাঁর দক্ষতার সুবাদেই সোমবার লখনউ সুপার জায়ান্টকে হারায় সিএসকে। এবার মহেন্দ্র সিং ধোনিকেই দেখা গেল ফ্যানদের সঙ্গে বেশ খোলামেলা মেজাজে। সেখানে অবশ্য মাহির কাছে একজন ভক্ত বকাও খেলেন।
বয়স ৪৩ হলেও মহেন্দ্র সিং ধোনিকে এখনও ভক্তরা আগের মতোই ভালোবাসেন। হয়ত ব্যাটিং পরিসংখ্যান আগের থেকে খারাপ হয়েছে, কিন্তু সিএসকে ভক্তরা এখনও ধোনির নাম শুনলেই পাগল। তাই তো চেন্নাই সুপার কিংসের অনুীশলন দেখতেও প্রতিদিন হাজির হয়ে থাকেন মাহিভক্তরা। আর সেখানে গেলেই প্রিয় তারকার থেকে অটোগ্রাফের আবদারও থাকে প্রায় রোজই।
এরই মধ্যে একটি ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে ধোনির কাছে দ্বিতীয়বার অটোগ্রাফ চাওয়ার জন্য বকা খাচ্ছেন একজন। ধোনিকে তাঁর উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আমি ওই দিকে আসছি, আমি আসব ঠিক। আর এটা কিন্তু আপনার দ্বিতীয়বার অটোগ্রাফের আর্জি ’। অর্থাৎ মাহি যে তাঁকে অটোগ্রাফ দিয়ে সেটা মনে রেখেছেন, সেটাই মজার ছলে বুঝিয়ে দেন তিনি।
একঝলকে দেখে নেওয়া যাক এমএসডির সেই মজার ভিডিয়ো, যেখানে তিনি অটোগ্রাফ দিলেন কারোর মোবাইলে, আবার কারো জার্সিতে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports