আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুরন্ত বোলিং করেছেন পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ায় এই তারকাকে কেন বড় দাম দিয়েই দিল্লি ক্যাপিটালস কিনতে চেয়েছিল, সেটা এবারের আইপিএলের শুরু থেকেই প্রমাণ করে চলেছেন তিনি। অজি বিশ্বকাপার এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে একাধিক ম্যাচেই দিল্লিকে চালকের আসনে বসিয়েছেন।
আইপিএলে স্টার্কের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচে জিতল দিল্লি ক্যাপিটালস দল। একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ রাজস্থান রয়্যালসের হাতের মুঠোয় রয়েছে। কিন্তু সেখান থেকেই দলকে লড়াইয়ে আনেন মিচ স্টার্ক। কারণ তিনি স্লগ ওভারে বোলিং করতে গিয়ে অত্যন্ত কম রান দেন, তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এই ম্যাচে এক পরিসংখ্যানও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে স্টার্ক নিজের শেষ দুই ওভারে যে ১২টি বল করেছেন, তার প্রত্যেকটি হয় ইয়র্কার হয়েছে, তাও ১৪০র ওপর গতিতে। আর নাহলে সেই বল গুলো ড্র খাওয়ার পর তাতে রিভার্স সুইং দেখা গেছে। অর্থাৎ অজি তারকা যে নিজের নামের প্রতি ম্যাচের শেষদিকে সুবিচার করেছেন, সেকথা বলাই বাহুল্য।
ম্যাচের পর তাই অতীতের প্রতিদ্বন্দিতা ভুলেই স্টার্কের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশস্বী জসওয়াল। এই বাঁহাতি ওপেনার দিল্লির বিরুদ্ধে ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও সুপার ওভারে তাঁর ওপর ভরসা করেনি ম্যানেজমেন্ট, যখন তাঁকে নামানো হয় তখন তার কিছুই করার ছিল না। ম্যাচ হেরে হতাশ হলেও অজি তারকার দুর্ধর্ষ বোলিং দেখে তাঁর প্রশংসা না করে থাকতে পারলেন না যশ।
ম্যাচে যশস্বীর দুবার আউটের পিছনেই রয়েছেন মিচেল স্টার্ক। প্রথমে ২০ ওভারের ইনিংসে ব্যাটিংয়ের সময় কুলদীপ যাদবের বলে স্টার্কই ক্যাচ নিয়েছিলেন। এরপর যখন সুপার ওভারে যশস্বী শেষ বলে রান নিতে দৌঁড়ান, তখনও স্টার্কই বোলার্স এন্ডে তাঁকে রান আউট করে দেন। এরপর বল হাতে স্টার্ক সুপার ওভারে দেন মাত্র ১১ রান, যা সহজেই তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
ম্যাচের পর দুই তারকার এক ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অজি তারকা কথা বলছেন প্রাক্তন সতীর্থ নীতীশ রানার সঙ্গে। সেখানে যশস্বী জসওয়াল গিয়ে তাঁর বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেন, তখন স্টার্কও তাঁকে কাছে টেনে নেন। এভাবেই বর্ডার গাভাসকর সিরিজে শুরু হওয়া দ্বৈরথে যেন সমাপ্তি পড়ল, কারণ যশস্বী মেনে নিলেন স্টার্ক সত্যিই স্পেশাল।
এই ভিডিয়োতে মজা করে যশস্বীকে স্টার্ক বলেন, ‘হাই ইয়ংস্টার’। এরপর যশস্বী তাঁকে বলেন, ‘ওয়েল বোল্ড’। তারপর দিল্লিতে স্টার্ক কেমন সময় কাটাচ্ছেন, সেই নিয়েই কথা বলতে থাকেন ভারতীয় ওপেনার।