শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স এবার এর বদলি হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার কে এর জন্য দলে নিল। ডানহাতি ব্যাটারকে ৭৫ লক্ষ টাকায় দলে নেওয়া হয়েছে, অর্থাৎ বেস প্রাইসে তাঁকে নিয়েছে গুজরাট। এর আগে দাসুন শানাকা ২০২৩ সালেও গুজরাট টাইটান্সের দলে ছিলেন, তখন তিনি তিনটি ম্যাচ খেলেছিলেন।
জাতীয় দলের নিয়মিত সদস্য শানাকা
IPL 2023-এ তিনটি ম্যাচে শানাকা ২৬ রান করলেও বল হাতে তার দক্ষতা দেখানোর সুযোগ পাননি তখন। উল্লেখ্য, দাসুন শানাকা শ্রীলঙ্কার হয়ে ১০২ টি T20I ম্যাচে ১৪৫৬ রান করেছেন এবং আন্তর্জাতিক T20-তে ৩৩ উইকেট নিয়েছেন। তিনি শ্রীলঙ্কার হয়ে ৭১ টি ODI এবং ৬ টি টেস্ট ম্যাচও খেলেছেন। লঙ্কান শিবিরের প্রথম দলেরই সদস্য তিনি।
হায়দরাবাদ ম্যাচে চোট পান ফিলিপস
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের IPL 2025 ম্যাচের সময় গ্লেন ফিলিপসের কুঁচকিতে চোট লাগে। এরপর তিনি মাঠ ছেড়েছিলেন। এরপরই খবর আসে, তিনি গোটা আইপিএল থেকেই ছিটকে গেছেন। ফলে ইতিমধ্যেই ভারত ছেড়ে চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে ফিরেছেন এই কিউয়ি অলরাউন্ডার।
দেশে ফিরেছেন রাবাদাও
এদিকে কিছুদিন আগে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে দঃ আফ্রিকার তারকা পেসার কাজিসো রাবাদাও গুজরাট টাইটান্স শিবির থেকে সাময়িক অব্যাহত নিয়ে দেশে ফেরেন। ফলে তাঁকে আবার কবে দলে পাওয়া যাবে ২০২৫ আইপিএলে, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। এই আবহেই এবার অলরাউন্ডার দাসুন শানাকাকে দলে নিয়োগ শুভমন গিলের দল।গুজরাট টাইটান্স অবশ্য এখনও পর্যন্ত রাবাদার বদলি ঘোষণা করেনি। ফলে তাঁরা আশাবাদী আইপিএলের লাস্ট ল্যাপের আগে রাবাদা ফিরবেন দলে।
গুজরাট টাইটান্সের এ পর্যন্ত পারফরম্যান্স
গুজরাট টাইটান্স এখনও পর্যন্ত ৬টি ম্যাচে খেলে তার মধ্যে চারটি জিতেছে এবং পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এই ফ্র্যাঞ্চাইজি পরবর্তী ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, শনিবার, ১৯ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গুজরাট টাইটান্স শেষ ম্যাচ খেলেছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, সেই ম্যাচে অবশ্য গিলের দল হেরে গেছিল। ফলে শনিবারের ম্যাচ তাঁদের কাছে কামব্যাকের। এই মরশুমে ব্যাট হাতে সাই সুদর্শন দলের সেরা পারফর্মার। বল হাতে নিজেকে নতুন করে চিনিয়েছেন মহম্মদ সিরাজ। সাই কিশোরও ভালোই বোলিং করছেন এবারের IPL-এ।