মঙ্গলবার রাতে পাকিস্তান সুপার লিগ (PSL) -র ম্যাচে করাচি কিংসের সঙ্গে লাহোর কালান্দার্সের খেলা ছিল। সেখানেই করাচি কিংস দল খারাপভাবেই ম্যাচ হারে। কারণ ৬৫ রানে লাহোর ম্যাচ জিতে নেয়। ডেভিড ওয়ার্নারের দল তুলনায় লড়াইটুকুও দিতে পারেনি বলা যায়। তবে সেই ম্যাচের শেষে হাসান আলিকে দলের তরফে যা পুরস্কার দেওয়া হয়, তা দেখেই সকলে হাসাহাসি শুরু করে দিয়েছেন।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান তোলে লাহোর কালান্দার্স। ফখর জামান ৪৭ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। ডারিল মিচেলও ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তা দেখেই নেটপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গেছিল, তবে কি ডারিল মিচেলকে হেয়ার ড্রায়ার গিফট করা হবে আগের ম্যাচগুলোয় যেমন ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়েছিল?
কারণ নিউজিল্যান্ডের ডারিল মিচেলের মাথায় তো চুলই নেই। অর্থাৎ টাক মাথায় তিনি হেয়ার ড্রায়ার নিয়েই বা কি করবেন? যদিও পরে দেখা যায় তাঁকে ম্যাচের সেরা হিসেবে না বেছে ফখর জামানকে পিএসএলের এই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে।
এমনিতেই পাকিস্তান সুপার লিগের সঙ্গে আইপিএলের তুলনা টানতে গিয়ে হাসাহাসির পাত্র হয়ে থাকে পাকিস্তানিরা। কোনও দিক থেকেই আইপিএলের আশে পাশে না আসতে পারলেও তাঁরা ভাবসাব এমন দেখান যে তাঁদের লিগের মান অত্যন্ত উচ্চমানের। এদিকে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদেরই তাঁরা নিয়ে যান নিজেদের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে।
এরই মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হল পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের ক্রিকেটারকে দেওয়া এক গিফট। আসলে লাহোর কালান্দার্সের বিপক্ষে করাচি হারলেও তাঁদের পেসার হাসান আলি দুর্দান্ত বোলিং করেছিলেন। ৪ ওভার বোলিং করে মাত্র ২৮ রান দিয়েই তুলে নিয়েছিলেন চারটি উইকেট। ফখর জামান, আবদুল্লাহ শাফিক, স্যাম বিলিংসদের আউট করেন তিনিই।
সেই সুবাদেই ম্যাচের শেষে তাঁকে পুরষ্কার দেয় করাচি কিংস শিবির। আর সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি ট্রিমার, যা দিয়ে চুল দাড়ি কাটা হয়। আইপিএলের সঙ্গে টেক্কা দিতে গিয়ে এমন পুরস্কার দেওয়ার পর স্বাভাবিকভাবেই নেটমহলে বেজায় হাসাহাসির মুখেই পড়তে হচ্ছে করাচি কিংসসহ PSL-কে। কারণ বড় বড় লিগে সাধারণত নগদ অর্থ দেওয়া হয়ে থাকে, সেখানে টিভি-ফ্রিজ বা হেয়ার ড্রায়ার, এগুলো দেওয়া এখন আর চলে না।