আইপিএলে এখন যে উইকেটরক্ষকরা খেলছেন বিভিন্ন দলে, তাঁদের মধ্যে অন্যতম অভিজ্ঞ এবং সফল উইকেটকিপারের নাম লোকেশ রাহুল। হয়ত মহেন্দ্র সিং ধোনির থেকে অনেকটাই পিছনে রয়েছেন তিনি অভিজ্ঞতায়, তবে পন্ত-রিকেলটনদের থেকে কোনও অংশেই কম যাননা তিনি। কিন্তু রাজস্থান রয়্যালস ম্যাচেই বড় ভুল করে ফেলেছিলেন কর্ণাটক থেকে উঠে আসা এই তারকা ক্রিকেটার।
স্টার্কের দুরন্ত বোলিংয়ে জয় দিল্লির
বুধবার রাতের আইপিএলের ম্যাচে লোকেশ রাহুলের দিল্লি ক্যাপিটালস সুপার ওভারে গিয়ে জিতেছে। সৌজন্যেই মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিং। আইপিএল ২০২৫র ম্যাচে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৮৮ রান তুলেছিল পাঁচ উইকেটে।
জবাবে ব্যাট করতে নেমে যশস্বী জসওয়ালের দুরন্ত ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল হয়ত সহজেই রাজস্থান রয়্যালস এই ম্যাচে জিতে যাবে। শেষ পর্যন্ত ধ্রুব জুরেলের ভালো ইনিংসের সৌজন্যে ম্যাচ টাই হয়ে যায়। যদিও জুরেল ম্যাচ জিতিয়ে দিতেও পারতেন, যদি ২০তম ওভারের পঞ্চম বলে ডাবল রান নিতে দিতেন হেতমায়েরকে। কিন্তু তিনি কোনও ঝুঁকি নিতে চাননি।
রাজস্থান রয়্যালসের ভুল সিদ্ধান্তে হার?
এদিকে সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যাল তোলে ১১ রান। কিছুটা অবাক করার মতো বিষয় ঘটায় রাজস্থান টিম ম্যানেজমেন্ট। কারণ হাফ সেঞ্চুরি করা যশস্বী জসওয়াল বা নীতীশ রানাকে না পাঠিয়ে সুপার ওভারে ব্যাট করতে পাঠানো হয় রিয়ান পরাগ এবং সিমরন হেতমায়েরকে। এখানে জুরেলকেও পাঠানো হয়নি ব্যাট করতে। হেতমায়ের করেন ৪ বলে ৬ রান। আর রিয়ান পরাগ ২ বলে ৪রানে আউট হন। এরপর যশস্বীকে ব্যাট করতে পাঠানো হলে তিনি রানআউট হয়ে যান।
১ বল বাকি থাকতেই জয় দিল্লির
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫ বলেই সেই রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার লোকেশ রাহুল এবং ট্রিস্টান স্টাবস। লোকেশ রাহুল ব্যাট হাতে এদিন প্রথম ইনিংসে ৩২ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন, অর্থাৎ দিনটা তাঁর খুব একটাও ভালো যাচ্ছিল না। আর উইকেটের পিছন থেকে একটি মারাত্মক ভুলও তিনি করে ফেলেছিলেন।
রাহুলের বড় ভুলের মাশুল দিতে হত Delhi Capitals-কে
ধ্রুব জুরেল যখন ব্যাটিং করছিলেন, তখন কুলদীপ যাদবের একটি বল গিয়ে তাঁর হাতে লাগে। কিন্তু আম্পায়ার তাঁকে আউট দিয়ে দেন। এরপর লোকেশ রাহুল ব্যাটারের সামনেই কুলদীপ যাদবকে ইশারা করে বলেন, যে বল জুরেলের হাতে লেগেছে। এরপর রাজস্থানের ব্যাটারও DRS নেন, তাতে ম্যাচে মোড় ঘুরে যায়। সেই সময় জুরেল ব্যাটিং করছিলেন চার বলে চার রানে। ১৭ বলে ২৬ রান করে প্রায় ম্যাচ জিতিয়েই ফেলেছিলেন জুরেল। ফলে ম্যাচ যদি রাজস্থান জিতত ২০ ওভারে, তাহলে রাহুল হয়ত নিজের এই ভুলের জন্য আক্ষেপ করতেন।