শুধু আইপিএলের ইতিহাসেই নয়, বরং সার্বিকভাবে ক্রিকেটের ইতিহাসে ইয়র্কার ডেলিভারিতে সব থেকে দক্ষ বোলারের নাম জানতে চাওয়া হলে মুম্বই ইন্ডিয়ান্সের দুই বোলারের নাম সামনে আসবে সবার আগে। একজন প্রাক্তন ও একজন বর্তমান বোলার রয়েছেন এক্ষেত্রে।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন স্পিডস্টার লসিথ মালিঙ্গাকে যযার্থই ইয়র্কার কিং বলা যায়। তাঁর মতো এমন নিখুঁত ইয়র্কার ডেলিভারি করতে খুব কম বোলারদের দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান পেসার জসপ্রীত বুমরাহও দুর্দান্ত সব ইয়র্কার ডেলিভারির জন্য পরিচিত।
তবে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের অপর এক বোলার ইয়র্কারের ক্ষেত্রে এমন এক অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেন, যা আর কেউ কখনও পেরেছেন কিনা সন্দেহ। মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়াবর্ধনে স্পষ্ট জানান, তিনি গত ১০-১২ বছরে সংশ্লিষ্ট বোলারকে তেমন কাণ্ড ঘটাতে দেখেননি।
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে এক ওভারের ৬টি বলই করেন ইয়র্কার। তাও অত্যন্ত চাপের মুখে এমন সাহসী কাজ করেন বোল্ট। কেননা কোটলার বাউন্ডারি এমন কিছু বড় নয়। তাই ইয়র্কারের চেষ্টায় ফুলটস বল করে বসলেই ব্যাটাররা অনায়াসে চার-ছয় মারতে পারতেন এবং সেক্ষেত্রে মুম্বইয়ের ম্যাচ হারার সম্ভাবনাও ছিল।
তবে বোল্ট অত্যন্ত দক্ষতার সঙ্গে ইয়র্কার ডেলিভারি করেন। ফলে স্বাভাবিকভাবেই ব্যাটারদের পক্ষে রান তোলা মুশকিল হয়ে দাঁড়ায় এবং মুম্বইয়ের জয়ের পথ চওড়া হয়। জিততে ৪ ওভারে ৪২ রান দরকার ছিল দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ওভার প্রতি ১০ রানের বেশি তুলছে আগে থেকেই। তাই চার ওভারে এই রান সংগ্রহ করা মোটেও কঠিন দেখাচ্ছিল না।
১৭তম ওভারের প্রথম বলেই বিপরাজ নিগমকে স্লো ইয়র্কার দেন বোল্ট। সেই বলে ১ রান ওঠে। দ্বিতীয় বলে আশুতোষ শর্মাকে নিখুঁত ইয়র্কার ডেলিভারি করেন বোল্ট। তৃতীয় বলে ফের আশুতোষকে লেগ স্টাম্পের উপর ইয়র্কার করেন ট্রেন্ট। চতুর্থ বলে আশুতোষকে লেগ স্টাম্পের উপরে পুনরায় ইয়র্কার করেন বোল্ট এবং সেই বলে ১ রান ওঠে। পঞ্চম বলে স্টাম্পের বাইরে ইয়র্কার দেন বোল্ট এবং আম্পায়ার ওয়াইড দেন। তবে মুম্বই রিভিউ নেয় এবং বলটি ফেয়ার ডেলিভারি হিসেবে ঘোষিত হয়। বোল্টের শেষ ডেলিভারিটিও ছিল ইয়র্কার এবং সেই বলে ১ রান নেন বিপরাজ।
অর্থাৎ, বোল্টের ৬টি ইয়র্কারের ওভারে মাত্র ৩ রান ওঠে। জয়ের জন্য শেষ তিন ওভারে দিল্লির টার্গেট দাঁড়ায় ৩৯ রান। মুম্বই শেষমেশ ১২ রানে জয় তুলে নেয়। ম্যাচের শেষে সাজঘরে মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ৬টি ইয়র্কারের ওভারের জন্য স্বীকৃতি জানানো হয় বোল্টকে।
কোচ জয়াবর্ধনে বলেন, ‘এমন একজন এমন এক কাজ করে দেখায়, সম্ভবত ১০-১২ বছরে তেমনটা কখনও করেনি। বোল্ট এক ওভারে ৬টি দুর্দান্ত ইয়র্কার ডেলিভারি করে। ওই ৬টি ইয়র্কার সম্ভবত আমাদের একটু হলেও এগিয়ে দেয় এবং বিপক্ষ শিবিরকে বিচলিত করে তোলে। ছোট বাউন্ডারিতে যেভাবে ইয়র্কারগুলির যথাযথ প্রয়োগ করে, ভাবাই যায় না।’