বীরেন্দ্র সেহওয়াগের পরে করুণ নায়ারই ভারতের দ্বিতীয় ক্রিকেটার, যাঁর টেস্টে ট্রপল সেঞ্চুরি রয়েছে। তা সত্ত্বেও ভারতের হয়ে মোটে ৬টি টেস্ট ও ২টি ওয়ান ডে খেলার সুযোগ পান তিনি। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি একসময় খোলাখুলি নির্বাচকদের সমালোচনা করেন নায়ারকে পর্যাপ্ত সুযোগ না দেওয়ার জন্য। একসময় ধরে নেওয়া হয়েছিল যে, করুণের পেশাদার কেরিয়ার বোধহয় শেষের পথে। কেননা কর্ণাটক দলেও তিনি কোণঠাসা হয়ে পড়েন।
তবে রাজ্যদল বদলে বিদর্ভের হয়ে মাঠে নামার পরেই ফিনিক্সের মতো ছাই থেকে মাথা তোলেন করুণ নায়ার। গত রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে যে রকম অবিশ্বাস্য পারফর্ম্যান্স উপহার দেন করুণ, তাতে জাতীয় নির্বাচকরা ফের করুণের কথা ভাবতে বাধ্য হচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হল, মাঝে কাউন্টি ক্রিকেটেও ব্যাট হাতে নজর কাড়েন তিনি।
করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটের পারফর্ম্যান্স দিয়েই এবছর দিল্লি ক্যাপিটালস শিবিরে নাম লিখিয়ে নেন। আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে করুণ নায়ারকে ৫০ লক্ষ টাকায় দলে নেয় ক্যাপিটালস। যদিও টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচে করুণকে মাঠে নামানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি দিল্লি। শেষমেশ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেই চমকপ্রদ পারফর্ম্যান্স মেলে ধরেন নায়ার।
রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে করুণ নায়ার ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন। নায়ার ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ৪০ বলে ৮৯ রানের মারকাটারি ইনিংস খেলে আউট হন। দল হারায় করুণকে শেষমেশ ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হয়।
দিল্লি ক্যাপিটালস জেতা ম্যাচ হাতছাড়া করলেও প্রশংসিত হচ্ছে কামব্যাকে করুণ নায়ারের পারফর্ম্যান্স। তিন বছর পরে ফের আইপিএলে মাঠে ফিরে যে রকম ব্যাটিং তাণ্ডব চালালেন নায়ার, তাতে জাতীয় নির্বাচকদের উপর চাপ আরও বাড়ল সন্দেহ নেই। করুণ এর আগে শেষবার আইপিএল খেলেন ২০২২ সালে। সেবার ৩টি ম্যাচে মাঠে নেমে মাত্র ১৬ রান করেন তিনি। তার পরে আর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ব্যাট হাতে মাঠে নেমে পড়ার সুযোগ হয়নি তাঁর।
দীর্ঘ ৭ বছর পরে ফের আইপিএলে হাফ-সেঞ্চুরি
অবশেষে ২৫২০ দিন পরে ফের আইপিএলে হাফ-সেঞ্চুরি করে বিরল নজির গড়েন করুণ। অর্থাৎ, দীর্ঘ ৭ বছর পরে আইপিএলে পুনরায় অর্ধশতরানের গণ্ডি টপকান তিনি। এত দীর্ঘ সময়ের ব্যবধানে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে আর কোনও ক্রিকেটার ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকাননি। সেদিক থেকে কামব্যাকেই বিরল নজির গড়েন করুণ। উল্লেখ্য, করুণ এর আগে শেষবার আইপিএলে হাফ-সেঞ্চুরি করেন ২০১৮ সালে।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, এই নিয়ে আইপিএলের ১০টি মরশুমে মাঠে নামছেন করুণ। তিনি আইপিএল কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে। এটি নায়ারের আইপিএল কেরিয়ারের ১১ নম্বর অর্ধশতরান।
পুরনো টুইট ফের ভাইরাল
নায়ারের এমন দুর্দান্ত কামব্যাকের আবহে অভিজ্ঞ তারকার পুরনো একটি টুইট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ২০২২ সালের ১০ ডিসেম্বর করুণ নায়ার টুইট করে নিজের হতাশা প্রকাশ করেন। তিনি ক্রিকেট ঈশ্বরের কাছে শেষ সুযোগ প্রার্থনা করেন। নায়ার লেখেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও।’ অবশেষে সেই সুযোগ আসতেই করুণ নায়ার কীভাবে তা ব্যবহার করলেন, সেটা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের লোকগাথায় জায়গা করে নিতে পারে।
রঞ্জি ও বিজয় হাজারে ট্রফিতে করুণ নায়ারের পারফর্ম্যান্স
উল্লেখ্য, করুণ নায়ার গত রঞ্জি ট্রফির ১৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৫৩.৯৩ গড়ে ৮৬৩ রান সংগ্রহ করেন। তিনি ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। করুণ বিজয় হাজারে ট্রফির ৮টি ইনিংসে ব্যাট করে ৩৮৯.৫০-র অবিশ্বাস্য গড়ে ৭৭৯ রান সংগ্রহ করেন। তিনি সেঞ্চুরি করেন ৫টি ও হাফ-সেঞ্চুরি করেন ১টি।