প্রতিবছরের মতো এই বছরেও ইদ উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেয়েছিল সলমন অভিনীত সিনেমা ‘সিকন্দর’। তবে বিগ বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও সিনেমাটির গল্প বা অভিনয় কোনওটাই মানুষের পছন্দ হয়নি, ফলে বক্স অফিসে ভীষণভাবে ধাক্কা খেয়েছে সিনেমাটি। সিকন্দর ফ্লপ হতেই ভাইজানকে ঘিরে উড়ে আসে নানান কটাক্ষ।
সোশ্যাল মিডিয়া বা সমালোচকদের কাছ থেকে যখন ভাইজানের উদ্দেশ্যে উড়ে আসছে একের পর এক কটাক্ষ, ঠিক তখনই সলমনের পক্ষে কথা বললেন ইমরান হাশমি। কথা প্রসঙ্গে নিয়ে এলেন শাহরুখ খানের কথাও। একটি সিনেমা ফ্লপ হতেই অভিনেতাদের উদ্দেশ্যে এমন কটাক্ষ কেন উড়ে আসে, এই বিষয় নিয়ে প্রশ্ন করেন তিনি।
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: ব্যবসায়ী আরিয়ান! পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ পুত্র, কবে?
সম্প্রতি আসন্ন ছবি ‘গ্রাউন্ড জিরো’ প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইমরান হাশমি। সিনেমা প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করেই উঠে আসে ‘সিকন্দর’ সিনেমার ব্যর্থতার কথা। সিনেমা এবং অভিনেতার ব্যর্থতার প্রসঙ্গ উড়তেই কড়া হাতে তা দমন করেন অভিনেতা।
ইমরান বলেন, ‘সলমন খান বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রচুর সিনেমা উপহার দিয়েছেন আমাদের। উনি জানেন কেরিয়ারে ওঠা পড়া লেগেই থাকে। নিজের অভিজ্ঞতার হাত ধরে তিনি নিশ্চয়ই ফিরে আসবেন আবার। একটি সিনেমা ফ্লপ মানেই অভিনেতাকে দোষী করা যায় না।’
আরও পড়ুন: 'এ এক...', ইরফানের সঙ্গে তুলনা টানায় কী বললেন জয়দীপ?
আরও পড়ুন: রণবীরকে 'গসিপ কিং' বলায় রেগে কাঁই আলিয়া! আচমকাই পুরোনো ভিডিয়ো
শাহরুখ প্রসঙ্গ টেনে ইমরান বলেন, ‘শাহরুখ খান সম্পর্কেও ১০ বছর আগে মানুষ একই কথা বলেছিল। জিরো সিনেমা যখন ফ্লপ হয়, তখন মানুষ ভেবেছিল তিনি হয়তো আর পুরনো মহিমায় ফিরে আসতে পারবেন না। কিন্তু সব ধারণাকে ব্যর্থ করে শাহরুখ আবার ফিরে এসেছেন স্বমহিমায়।’
মার্ডার অভিনেতা বলেন, 'আমরা ছোট থেকে ওঁদের দেখে বড় হয়েছি। ইন্ডাস্ট্রির খুঁটিনাটি ওঁরা অনেক বেশি ভালো করে জানেন। অনেক বেশিদিন ধরে ওঁরা কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে। খারাপ সময় সকলেরই আসে, সব সময় সবকিছু হাতে থাকে না। অনেক সময় নিজের সবটুকু দেওয়ার পরেও ছবি সফল হয় না। কিন্তু এর মানে এই নয় যে কেরিয়ার শেষ হয়ে গেল। পরের সিনেমা নিশ্চয়ই হিট হবে, আবার পুরনো স্টাইলে ফিরে আসবেন ভাইজান।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে ইমরানের সুরেই কথা বলেছিলেন অক্ষয় কুমার। সহ অভিনেতা সলমনের হয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘টাইগার এখনও বেঁচে আছে, আর থাকবে। আগামী দিনে আমরা আবার নতুন টাইগারকে দেখতে পাব সিনেমায়।’