ছোট পর্দার কেবল অতি পরিচিত মুখ নন তিনি। অনেক মহিলা গুণমুগ্ধ তাঁর। আর সেই হানি বাফনাই কি এবার বিয়ের পিঁড়িতে বসছেন? আইবুড়োভাত খেলেন সদ্য? অন্তত তেমন ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা নিজেই।
বিয়ে করছেন হানি বাফনা?
এদিন হানি বাফনা সোশ্যাল মিডিয়ায় তাঁর দুটো ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে অভিনেতার পরনে ঢাকাই কাজের লাল পঞ্জাবি পরা। আর সামনে রাখা বিভিন্ন রকমের পদ। কী নেই সেখানে! পোলাও থেকে শুরু করে বেগুন ভাজা, ফিস ফ্রাই, পাবদা মাছের ঝাল, চিংড়ি মালাইকারি, কাতলা মাছের মুড়ো, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ইত্যাদি।
তবে এই ছবিগুলো পোস্ট করলেও ক্যাপশনে কিছুই লেখেননি হানি বাফনা। তবে এই ছবি অভিনেতা পোস্ট করতেই অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি অবশেষে বহু বঙ্গ তনয়ার ক্রাশ কি তাঁদের মন ভেঙে সাতপাকে বাঁধা পড়ছেন? একেবারেই না। সবটাই শুভ বিবাহ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য।
বিয়ের গুঞ্জন ছড়ানোয় অভিনেতা নিজেই সেটা খারিজ করেছেন। আনন্দবাজারকে জানিয়েছেন, 'সবাই এটার প্রকৃত কারণ জানেন যেটা দেখেছেন সেটার। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যের শ্যুটিং হয়েছে। আমার বিয়ের গুঞ্জন এসবের মাঝে কী করে ছড়াল কে জানে! আমি তো অবাক হয়ে গিয়েছি শুনে।' হানি বাফনা এদিন সাফ সাফ জানিয়েছেন ছোট পর্দায় অক্লান্ত পরিশ্রম করতে হয়। আর সেই কাজের চাপ সামলে প্রেমের সময় পাওয়া যায় না। অতএব আপাতত হানি প্রেম বা বিয়ের কিছু নিয়েই ভাবছেন না। বরং কাজের দিকেই আরও বেশি ফোকাস করতে চাইছেন।
আরও পড়ুন: নিজের জন্মদিনেই মেয়ের সঙ্গে আলাপ করালেন রাহুল! একরত্তির কী নাম রাখলেন আথিয়ারা?
আরও পড়ুন: রবি ঠাকুরের গানে নেচে বর্ষবরণ শুভশ্রী-কৌশানির! ড্যান্স বাংলা ড্যান্সে থাকছে আর কোন চমক?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, হানি বাফনাকে দর্শকরা বর্তমানে স্টার জলসার পর্দায় শুভ বিবাহ ধারাবাহিকের তেজের চরিত্রে দেখছেন। এছাড়াও তিনি সম্প্রতি নিখোঁজ ধারাবাহিকে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁকে স্ক্রিন ভাগ করতে দেখা গিয়েছে।