দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন ৪ কৃতি বঙ্গ তনয়া। তাঁদের মধ্যে কেউ সফল ব্যবসায়ী তো কেউ আবার বডি বিল্ডার তো কেউ অভিনেত্রী বা গায়িকা। এদিন তাঁদের কথা শুনে মুগ্ধ রচনা কী বললেন?
আরও পড়ুন: নিজের জন্মদিনেই মেয়ের সঙ্গে আলাপ করালেন রাহুল! একরত্তির কী নাম রাখলেন আথিয়ারা?
কী ঘটেছে?
এদিন ৪ সফল বঙ্গ তনয়ার অন্যতম হিসেবে থাকবেন এক মহিলা ব্যবসায়ী যিনি বাংলার সুতির শাড়িকে বিশ্বমানের করে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। সেই মহিলা ব্যবসায়ী এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে বলেন, '৬ লাখ বিনোযোগ করে ব্যবসা শুরু করেছিলাম। এখন ৭৫ কোটি টাকার টার্ন ওভার।' সেই কথা শুনে মুগ্ধ রচনা বলে ওঠেন, 'কে বলে বাঙালি ব্যবসা করতে পারে না।'
আরও পড়ুন: ৬০ বছরে সাতপাক! ‘দিলু’দার বিয়েতে দিলওয়ালে দুলহানিয়ার সঙ্গে মিল খুঁজে কী লিখলেন ঋত্বিক?
এরপরই এক বডি বিল্ডার দিদিকে দেখা যায় শাড়ি পরেই ওয়েট লিফটিং করতে। তিনি অনায়াসে দিদি নম্বর ওয়ানের মঞ্চে ৯০ কেজি ওজন তুলে ফেলেন। তাঁর এই কাজ দেখে হতবাক হয়ে যান রচনা। বলেন, 'বাজার গেলে ১০ কেজি চাল তুলতে গেলে প্রাণ বেরিয়ে যায়।'
এদিন এই দুই দিদির সঙ্গে থাকবেন বাংলার এক জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী এবং এক গায়িকা। আগামী ২০ এপ্রিল, রবিবার সানডে স্পেশ্যাল পর্বে বাংলার এই কৃতি কন্যাদের গল্প তুলে ধরা হবে। রবিবার রাত সাড়ে ৮ টা থেকে দেখা যাবে এই বিশেষ পর্ব।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে এবং সানডে ধামাকা এপিসোড প্রতি রবিবার রাত সাড়ে আটটা থেকে সম্প্রচারিত হয়। এটি জি বাংলায় দেখা যায়। এটা বাংলার অন্যতম দীর্ঘ সময় ধরে চলা রিয়েলিটি শো।
আরও পড়ুন: আরজি কর আন্দোলনে সামিল হতে 'ফি' হিসেবে ফোন - টাকা নিয়েছেন কিছু সেলেব! বিস্ফোরক দাবি অরিন্দমের