
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
৬০ বছর বয়সে সাতপাকে বাঁধা পড়ছেন দিলীপ ঘোষ। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। আর সেই উপলক্ষ্যে এদিন একটি পোস্ট করেন ঋত্বিক চক্রবর্তী। অভিনেতা শাহরুখ কাজলের ছবির প্রসঙ্গ টেনে কী লিখলেন?
আরও পড়ুন: আরজি কর আন্দোলনে সামিল হতে 'ফি' হিসেবে ফোন-টাকা নিয়েছেন কিছু সেলেব! বিস্ফোরক দাবি অরিন্দমের
এদিন ঋত্বিক চক্রবর্তী তাঁর পোস্টে লেখেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে-র বানানে দিল-এর ল-এ উ-কার ছিল?' অর্থাৎ দিলু বোঝাতে চেয়েছেন। বলাই বাহুল্য তিনি নাম না করলেও এদিন যে তিনি দিলীপ ঘোষের বিয়ে প্রসঙ্গে এই পোস্ট করেছেন সেটা স্পষ্ট।
অনেকেই ঋত্বিক চক্রবর্তীর এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ মশকরা করেছেন, কেউ আবার এমন মশকরা করায় প্রশ্ন তুলেছেন। এক ব্যক্তি লেখেন, 'প্রেমের ফাঁদ পাতা ভুবনে। দিলুদার দাম্পত্য জীবন সুখের হোক।' আরেকজন লেখেন, 'এটা একটা বিষয় হলো খিল্লি করার। আমরা সাধারণ মানুষ কি রাজনীতির উর্ধ্বে গিয়ে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে পারি না! রাজনীতি করেন বলেই তিনি খিল্লির পাত্র হবেন?' তৃতীয় ব্যক্তি লেখেন, '২০২৫-এ লাগল উ কার।'
দিলীপ ঘোষের বাসভবনে এদিন তাঁদের চার হাত এক হবে। জানা গিয়েছে রিঙ্কু মজুমদারের একটি সন্তান আছে। তাঁর বয়স ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত। নিউটাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী তিনি। দিলীপই নাকি রিঙ্কুকে বিজেপির মহিলা মোর্চায় নিয়ে এসেছিলেন। সম্প্রতি ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের সময় দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়ের পাকা কথা হয় বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।
ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, বিজেপির কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, প্রমুখ শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। জীবনের নতুন ধাপে পা রাখা একাধিক বিরোধী নেতা যেমন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, প্রমুখ শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতাকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports