২০২৪ সালে মুক্তি পেয়েছিল অতি উত্তম। সৃজিত মুখোপাধ্যায় পরিচিত এই ছবিতে আবারও কয়েক দশক পর নতুন ভাবে ধরা দিয়েছিলেন উত্তম কুমার। হ্যাঁ, মৃত্যুর পর তিনি আবারও ফিরেছিলেন পর্দায়। এবার জানা গেল সেই ছবিই স্থান করে নিয়েছে লিমকা বুক অব রেকর্ডসে।
আরও পড়ুন: নিজের জন্মদিনেই মেয়ের সঙ্গে আলাপ করালেন রাহুল! একরত্তির কী নাম রাখলেন আথিয়ারা?
লিমকা বুক অব রেকর্ডসে সৃজিতের অতি উত্তম
সদ্যই প্রকাশ্যে এসেছে ২০২৫ এর লিমকা বুক অব রেকর্ডস। আর সেখানেই ঠাঁই পেয়েছে অতি উত্তম। কিন্তু ভাবছেন এই ছবি কেন লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পেল? যাঁরা অতি উত্তম দেখেছেন বা বাংলা ছবি নিয়ে চর্চা করেন সকলেই জানেন অতি উত্তম ছবিটি উত্তম কুমারের একাধিক পুরোনো ছবির ফুটেজ ব্যবহার করে বানানো হয়েছে। সেই ফুটেজগুলোর সাহায্যেই এই ছবিতে জীবন্ত করে তোলা হয়েছিল মহানায়ককে। সেই কারণেই অর্থাৎ অতি উত্তম ছবিতে ২৪ মিনিট ৪৮ সেকেন্ডের পুরোনো বাংলা ছবির ফুটেজ ব্যবহার করার কারণেই লিমকা বুক অব রেকর্ডসে জায়গা পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি। ভারতীয় কোনও পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে এর আগে এত লম্বা আর্কাইভাল ফুটেজ ব্যবহার করা হয়নি।
সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর গোটা টিম যে বিস্তর পরিশ্রম করে অতি উত্তম ছবিটি বানিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। গল্পের নায়ক, নায়িকার হাত ধরে টাইম ট্রাভেল করে যেভাবে বাস্তব সময় উত্তন কুমার উঠে এসেছেন এবং সেটার জন্য তাঁর পুরোনো ছবির ফুটেজ বেছে, যথা জায়গায় সঠিক ভাবে ব্যবহার করা হয়েছে সেটা প্রশংসনীয়।
লিমকা বুক অব রেকর্ডসে অতি উত্তম জায়গা পেতেই উচ্ছ্বসিত পরিচালক। সৃজিত মুখোপাধ্যায় এদিন এই গর্বের কথা শেয়ার করে লেখেন, 'কৈশোর থেকেই কুইজের পোকা হওয়ার দরুন গিনিস বুক অব রেকর্ডস এবং লিমকা বুক অব রেকর্ডস রাখতাম। কখনও ভাবিনি দ্বিতীয়টায় নিজে জায়গা পাব। অতি উত্তম সেটা সম্ভব করে দেখাল। ধন্যবাদ যে টেকনোলজি ব্যবহৃত হয়েছে সেটার জন্য। অনেক শুভেচ্ছা ক্যামেলিয়া প্রোডাকশনকে এবং যাঁরা যাঁরা ছবিটিকে ভালোবাসা দিয়েছেন।' এদিন সঙ্গে পাওয়া সেই সম্মান স্মারকের ছবিও পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বেসরকারিতে অহরহ ছাঁটাই চলে, প্রতিবাদ কেবল SSC প্যানেল বাতিলে! বিতর্কে কী বলছে দুই পক্ষ?
প্রসঙ্গত অতি উত্তম ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন অনিন্দ্য সেনগুপ্ত, গৌরব চট্টোপাধ্যায় এবং রোশনি ভট্টাচার্য। এবং অবশ্যই ছিলেন মহানায়ক উত্তম কুমার। ২০২৪ সালের অন্যতম হইচই ফেলে দেওয়া বাংলা ছবি ছিল এটি।
অন্যদিকে সদ্যই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিলবিল সোসাইটি, হেমলক সোসাইটি ছবিটির সিক্যুয়েল। মুখ্য ভূমিকায় আছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়। বক্স অফিসে খুব ভালো সাড়া পেয়েছে ছবিটি। মাত্র এক সপ্তাহেই দেড় কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে এই ছবিটি।