কসবা গণধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়েরের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়ে আবেদন করেন সত্যম সিংহ নামে এক আইজীবী। এই ঘটনায় সোমবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের এজলাসেও জনস্বার্থ মামলা দায়েরের আবেদন করেন ৩ আইনজীবী। ৩ জনকেই মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি সেন। একই বিষয়ে সুপ্রিম কোর্ট মামলা দায়েরের অনুমতি দেওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করছেন অনেকে।
আইনজীবী সত্যম সিংহ সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন, কসবা গণধর্ষণকাণ্ডে কলকাতা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে ফের ছাত্রীদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এই ঘটনার আদালতের নজরদারিতে CBI তদন্ত হওয়া প্রয়োজন। তাছাড়া নির্যাতিতা ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিক আদালত। সঙ্গে নির্যাতিতাকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিক সরকারকে। সিবিআই তদন্ত ছাড়া এই ঘটনার রহস্য উন্মোচন ও দোষীদের শাস্তি নিশ্চিত করা অসম্ভব।
এদিন মামলাকারী এই ঘটনায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা তুলে ধরতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের ২টি মন্তব্যেরও উল্লেখ করেছেন।
কসবা কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টেরও মামলা দায়ের হওয়ায় হাইকোর্টের মামলাটির ভবিশষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিদের কোনও নির্দেশ দিতে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে। হাইকোর্টে দায়ের মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টে দায়ের মামলার জেরে পিছিয়ে যেতে পারে তাও।