কসবাকাণ্ডকে কেন্দ্র করে ফের রাজ্য জুড়ে শোরগোল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এক নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে। এসবের মধ্য়েই কসবাকাণ্ডের সব দিক খতিয়ে দেখতে কলকাতায় এল বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।
দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই টিম তৈরি করেছেন। এই টিম কসবা থেকে তথ্য় সংগ্রহ করে তা জেপি নড্ডার কাছে পেশ করবে। সেই মতো বিজেপির টিম এসেছে কলকাতায়।
সেই টিমে রয়েছেন বিজেপি সাংসদ তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এছাড়াও সেই টিমে রয়েছেন দুজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ, মীনাক্ষী লেখী। রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রও রয়েছেন সেই টিমে।
বিজেপির এই টিম কসবার আইন কলেজেও যেতে পারে বলে খবর। সাউথ ক্যালকাটা ল কলেজ সেখানেই ছাত্রীকে গণধর্ষণের ঘটনা হয়েছিল বলে অভিযোগ। সেখানেও যাবে বিজেপির টিম। কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গেও তাঁরা দেখা করতে পারেন বলে খবর।
সমস্ত দিক খতিয়ে দেখার পরে এই টিম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবে বলে খবর। সোমবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এই টিমকে স্বাগত জানান। প্রসঙ্গত অগ্নিমিত্রা আগেই জানিয়েছিলেন তিনি চান এই ঘটনার তদন্ত পুলিশই করুক।
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সিবিআই কেন তদন্ত করবে? আমাদের করের টাকায় পুলিশের মাইনে হয়। আর পুলিশের কাজ তোলাবাজি করা আর সিন্ডিকেট চালানো। কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠানো। পাঁচদিনে আপনারা সব প্রমাণ লোপাট করে দেবেন আর তারপরে সিবিআইকে তদন্ত দেবেন। কোনও সিবিআই নয়। আপনি মুখ্যমন্ত্রী অনেক বড় বড় কথা বলেন। আর সন্ধ্যা সাড়ে সাতটায় গণধর্ষণ হল। আপনি পদত্যাগ করুন। দাবি অগ্নিমিত্রার।
সোমবার অগ্নিমিত্রা বলেন, পহেলগাঁও, হাথরাস, উন্নাও সব জায়গায় যদি মুখ্যমন্ত্রী টিম পাঠান তবে পশ্চিমবঙ্গে যখন নারীদের উপর অত্যাচার হয় তখন কেন কেন্দ্র থেকে টিম আসবে না?