১৭ মে থেকে আবারও শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ২০২৫। আইপিএলের ইতিহাসে আরসিবি এবং কেকেআরই প্রথম দল, যারা দুবার লিগের প্রথম ম্যাচ খেলছে। কারণ মার্চ মাসে যখন আইপিএল শুরু হয়েছিল তখনও এই দুই দলই মুখোমুখি হয়েছিল, সেবার ইডেন গার্ডেন্সে এসে ম্যাচ জিতিয়ে গেছিলেন ফিল সল্ট, বিরাট কোহলিরা। এবারের আইপিএলে এখনও তাঁরাই রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁরা এবারের শিরোপা জয়েরও বড় দাবিদার। যদি তাঁদেরকে শিরোপা জয়ের দিকে এক পা এগিয়ে রাখতে হয়, তাহলে এলিমিনেটর নয়, বরং কোয়ালিফায়ার ওয়ান খেলতে হবে কোহলি, রজত পতিদারদের। ফলে শনিবারের ম্যাচে যদি বিরাটরা জিতে যান, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টাটা গুডবাই হয়ে যাবে।
এদিকে এই আবহেই এবার বড় বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা আরসিবির প্রাক্তনী মহম্মদ কাইফ। এবারের আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে জানা যাচ্ছে, বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারই নাকি আর ফিরতে চাইছেন না। কদিন আগে ভারত পাকিস্তান অশান্তির আবহে আইপিএল স্থগিত হয়ে গেছিল। এর ফলে যেটা হয়েছে, সেটা হল পুরো বিষয়টাই ঘেঁটে গেছে। মানে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গেই আইপিএলের ক্ল্যাশ হয়ে গেছে। ফলে অনেক ক্রিকেটারেরই আইপিএলের পুনরায় যে সূচি গঠন হয়েছে, সেই সূচি মেনে ভারতে আসা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে সল্ট, শেফার্ড, বেথেলরা খেলবেন কিনা তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিরাট কোহলি এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৫০৫ রান করে ফেলেছেন।
এই আবহেই এবার বড় বার্তা দিলেন দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। আরসিবির এবারের দলের ভারসাম্য এতটাই ভালো, যে এই দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে, বলছেন কাইফ। তিনি বলছেন, ‘আমরা যদি আরসিবি দল নিয়ে কথা বলি, তাহলে ওরা এবারে দুর্দান্ত খেলেছে। এক্ষেত্রে আমি দল শব্দটা উল্লেখ করতে চাইব, কারণ দীর্ঘদিন ধরেই ওরা ব্যাটিং নির্ভর দল। কিন্তু এবারে রজত পতিদার খুবই ভালো কাজ করেছে ওর বোলারদের ঠিকঠাক ব্যবহার করে। প্রতিপক্ষ দলকে ১৭০-১৮০র মধ্যে আটকে দিয়েছে। কোহলি তো অন্যান্যবারের মতোই দুর্দান্ত খেলছে, কিন্তু বোলাররাই ভরসা দিয়েছে আরসিবিকে, যে ওরা যে কোনও পরিস্থিতি থেকেই জিততে পারে। যে দলের সব থেকে ভালো অলরাউন্ড পারফরমেন্স থাকে, তারাই সাধারণ জিততে পারে। তাই আমার মনে হয় আরসিবি এবারে ভালো পজিশনে রয়েছে। ’।