IPL 2025-র সূচি প্রকাশ করে দিয়েছে ভারত। এই লিগ কদিন আগেই ভারত-পাকিস্তানের মধ্যে একপ্রকার যুদ্ধের আবহ তৈরি হওয়ায়,স্থগিত হয়ে গেছিল। কিন্তু ১ সপ্তাহ কাটার আগেই ভারতের পক্ষ থেকে ফের কবে আইপিএল শুরু করা হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে।বিসিসিআই আশাবাদী বিদেশি ক্রিকেটাররাও নিশ্চিন্তে দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন। এই আবহেই এবার বড় বার্তা দিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
শনিবার অর্থাৎ ১৭ মে থেকে শুরু হওয়ার কথা আইপিএল। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, ৯ মে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে স্থগিত করতেই অনেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়, কোচ এবং ধারাভাষ্যকার দেশে ফিরে এসেছিলেন। এবার তাঁরা আইপিএলে ফিরবেন কিনা, সেই নিয়ে বল তাঁদের কোর্টেই রাখল তাঁদের দেশের ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “ক্রিকেট অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সিদ্ধান্তকেই পূর্ণ সমর্থন জানাবে। যারা IPL-এর বাকি ম্যাচগুলো খেলতে চান, তাদের জন্য টিম ম্যানেজমেন্ট আলাদাভাবে কাজ করবে, WTC ফাইনালের স্ট্র্যাটেজি নিয়ে। আমরা অস্ট্রেলিয়ার সরকার এবং BCCI-এর সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যোগাযোগ রাখছি,"।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে ম্যাচ দিয়েই ফের টুর্নামেন্ট শুরু হবে। বাকি থাকা ১৩টি গ্রুপ-স্টেজ ম্যাচের মধ্যে এটি একটি। IPL-এর ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আট দিন পর, ১১ জুন অস্ট্রেলিয়া লর্ডসে দঃ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবে অস্ট্রেলিয়া।
অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার এখন উভয় সংকটে পড়েছেন। WTC-র গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যেমন হ্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচে মার্শ, জোস ইংলিস, মিচল স্টার্করা আইপিএলের সঙ্গে যুক্ত। সানরাইজার্স প্লে অফের দৌড়ে না থাকলেও ইংলিস, স্টার্কদের দল রয়েছে শেষ চারের দৌড়ে। এদিকে হেজেলউডও চোটের জন্য আপাতত মাঠের বাইরে রয়েছেন। এছাড়াও আরও অনেক অস্ট্রেলিয়ান খেলছেন আইপিএলে, যারা WTCর দলে নেই। যেমন স্টইনিস, স্পেন্সর জনসন, নাথান এলিসরা।
রিকি পন্টিং এবং ব্র্যাড হ্যাডিন ভারতে থাকলেও জাস্টিন ল্যাঙ্গার মাইকেল হাসিরা দেশে ফিরেছিলেন। ফের তাঁরা আইপিএলের আগে ভারতে ফিরতে চলেছেন। ফলে ভারতীয় বোর্ডের প্রতি যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এক বন্ধুত্বপূর্ণ সম্প্রীতির হাতই বাড়িয়ে দিল, তা বলাই যায়।