স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২৫ ফের কবে শুরু হবে, সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে এমন অনিশ্চয়তার মাঝেই বাকি মরশুমের জন্য প্রস্তুতি শুরু করল গুজরাট টাইটানস। ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে টুর্নামেন্ট থমকে যাওয়ার পরে টাইটানসই প্রথম দল, যারা ফের অনুশীলন শুরু করে।
শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটানস রবিবার সন্ধ্যায় নিজেদের হোম গ্রাউন্ড আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন সারে। উল্লেখ্য, বিসিসিআই পঞ্জাব কিংস ছাড়া বাকি সব দলকে নিজেদের মাঠে মঙ্গলবারের মধ্যে স্কোয়াড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে বলে খবর। গুজরাট স্কোয়াডের সব সদস্য এই মুহূর্তে উপস্থিত নেই আমদাবাদে। তবে যাঁরা হাজির রয়েছেন, সেই সব ক্রিকেটারদের নিয়েই অনুষ্ঠিত হয় তাদের নেট সেশন।
কয়েকজন বিদেশি ক্রিকেটারও উপস্থিত ছিলেন অনুশীলনে
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে প্র্যাক্টিস সারে গুজরাট। ৫টা ৩০ নাগাদ অনুশীলন শুরু হয়। চলে রাত ৯টা পর্যন্ত। ক্রিকবাজের খবর অনুযায়ী কাগিসো রাবাদা, শেরফান রাদারফোর্ডের মতো বিদেশি ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন রবিবারের অনুশীলনে। যদিও জোস বাটলার, জেরাল্ড কোয়েটজিরা দেশে ফিরে গিয়েছেন। তাই তাঁদের ছাড়াই প্রস্তুতি শুরু করে টাইটানস।
অনুশীলনের সময় নরেন্দ্র মোদী স্টেডিয়াম হাজির থাকা এক গুজরাট ক্রিকেট সংস্থার কর্তা এই প্রসঙ্গে বলেন যে, 'রবিবারই দলের ক্রিকেটারদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। তবে সংঘর্ষ বিরতি ঘোষিত হওয়ায় এবং দ্রুত টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার খবর মেলায় ক্রিকেটাররা আমদাবাদে থেকে যাওয়াই মনস্থির করেন।
লিগ টেবিলের শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস
গুজরাট টাইটানস ১১ ম্যাচে ৮টি জয়সহ ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে লিগ টেবিলের এক নম্বরে। সুতরাং, শুভমন গিলদের প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত দেখাচ্ছে। বাকি তিন ম্যাচে ১টি জয় মানেই শেষ চারের টিকিট খাতায়-কলমে পাকা হয়ে যাবে গুজরাটের। তাদের ম্যাচ বাকি রয়েছে দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হল, টাইটানসের শেষ ২টি ম্যাচ খেলার কথা ছিল নিজেদের মাঠে।
উল্লেখ্য, ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবার ধরমশালার পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হয়। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে শুক্রবার বিসিসিআই সরকারিভাবে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে। শনিবার সংঘর্ষ বিরতি ঘোষিত হওয়ার পরে টুর্নামেন্ট অবিলম্বে শুরু করা হবে বলে ইঙ্গিত মেলে বিসিসিআইয়ের তরফে।