রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পরে লাল বলের ক্রিকেটে ভারতের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সবার আগে চলে আসেন শুভমন গিল। আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে গিল নেতৃত্ব দিতে পারেন বলে খবর। এও শোনা যাচ্ছে যে, ঋষভ পন্তকে ভারতের টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন নিযুক্ত করা হতে পারে।
তবে হঠাৎ করে জসপ্রীত বুমরাহর নাম ক্যাপ্টেন্সির দৌড়ে কেন পিছনের সারিতে চলে গেল, তার কারণ জানা যাচ্ছে এতদিনে। স্কাই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী বুমরাহ নিজেই নাকি ক্যাপ্টেন্সির দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন। অর্থাৎ, রোহিত পরবর্তী স্থায়ী টেস্ট দলনায়ক হতে অস্বীকার করেন জসপ্রীত।
রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ। তিনি রোহিতের ডেপুটি হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলেছেন। রোহিতের পরে ভারতের টেস্ট ক্যাপ্টেন হওয়ার কথা তাঁরই। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর বিসিসিআইয়ের অন্দরমহলে।
এই মুহূর্তে ভারতের টেস্ট ক্যাপ্টেন হওয়ার দাবিদার অনেকেই। গিলের পাশাপাশি লোকেশ রাহুলও নেতৃত্বের যোগ্য দাবিদার। পন্তের লিডারশিপ স্কিলও ইতিমধ্যেই প্রমাণিত। তবে বুমরাহ দায়িত্ব নিতে চাইলে তাঁকে উপেক্ষা করে অন্য কারও হাতে দায়িত্ব তুলে দেওয়া কঠিন হবে নির্বাচকদের পক্ষে।
স্কাই স্পোর্টসের খবর অনুযায়ী বুমরাহ ইংল্যান্ড সিরিজে দলকে নেতৃত্ব দিতে চাইছেন না নিজের চোট ও ওয়ার্ক লোডের কথা ভেবে। তিনি নাকি সিরিজের সব ম্যাচ খেলতে চাইছেন না। ম্যাচ ফিট থাকতে মাঝে বিশ্রাম নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
জসপ্রীত বুমরাহর ক্যাপ্টেন্সি কেরিয়ার
জসপ্রীত বুমরাহ ভারতীয় দলকে মোট ৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া একটি টেস্ট জেতে এবং ২টি টেস্টে পরাজিত হয়। গত বর্ডার-গাভাসকর ট্রফির ২টি টেস্টে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করেন বুমরাহ। তার আগে ইংল্যান্ড সফরের একটি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন তিনি। জসপ্রীত ভারতীয় দলকে ২টি টি-২০ ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন। সেই ২টি ম্যাচেই ভারত জয় তুলে নেয়।
শুভমন গিলের ক্যাপ্টেন্সি কেরিয়ার
অন্যদিকে শুভমন গিল এখনও পর্যন্ত টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে ক্যাপ্টেন্সি করেননি। তিনি ভারতীয় দলকে ৫টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেন। গিলের নেতৃত্বে ভারতীয় দল চারটি টি-২০ ম্যাচে জয় তুলে নেয় এবং একটি ম্যাচে পরাজিত হয়। সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছু ম্যাচে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বও সামলেছেন শুভমন গিল।