ক'দিন আগেই ইউরোপা লিগের সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। ক'দিন পরে ইউরোপা লিগের ফাইনালে সম্মুখসমরে নামবে দু'দল। হাই-ভোল্টেজ ফাইনালের আগে ঘরোয়া লিগে দুরবস্থা জারি রইল প্রিমিয়র লিগের দুই ক্লাবের। রবিবার প্রিমিয়র লিগের ম্যাচে হারের মুখ দেখে উভয় দল।
রবিবার ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পরাজিত হয় ওয়েস্টহ্যামের কাছে। টটেনহ্যাম নিজেদের ডেরায় পর্যুদস্ত হয় ক্রিস্টাল প্যালেসের কাছে। উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার হারের মুখ দেখতে হয় আরও এক প্রিমিয়র লিগ জায়ান্ট চেলসিকেও। তারা অ্যাওয়ে ম্যাচে পরাজিত হয় নিউক্যাসলের কাছে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্টহ্যাম
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ০-২ গোলে হেরে যায় ওয়েস্টহ্যামের কাছে। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হজম করে ম্যান ইউ। তবে সারা ম্যাচ জুড়ে একবারও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। ম্যাচের ২৬ মিনিটে টমাস সউচেক প্রথমবার বল জড়ান ম্যাঞ্চেস্টারের জালে। ৫৭ মিনিটে বাওয়েন ওয়েস্টহ্যামের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
এই ম্যাচের পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অবস্থান করছে লিগ টেবিলের ১৬ নম্বরে। ৩৬ ম্যাচে ১০টি জয়-সহ ৩৯ পয়েন্ট রয়েছে তাদের খাতায়। ম্যান ইউ চলতি প্রিমিয়র লিগে এই নিয়ে ১৭টি ম্যাচে হারের মুখ দেখে। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে ওয়েস্টহ্যাম। তারাও জিতেছে মোট ১০টি ম্যাচ।
টটেনহ্যাম বনাম ক্রিস্টাল প্যালেস
ঘরের মাঠে টটেনহ্যামও ০-২ গোলে হেরে যায় ক্রিস্টাল প্যালেসের কাছে। তারাও ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হজম করে এবং একবারও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ম্যাচে ক্রিস্টাল প্যালেসের হয়ে ২টি গোলই করেন এজে। তিনি ৪৫ মিনিটে প্রথমবার বল জড়ান টটেনহ্যামের জালে। বিরতির পরে ম্যাচের ৪৮ মিনিটে এজে ক্রিস্টালের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
এই ম্যাচের পরে টটেনহ্যাম অবস্থান করছে লিগ টেবিলের ১৭ নম্বরে। ৩৬ ম্যাচে ১১টি জয়-সহ ৩৮ পয়েন্ট রয়েছে তাদের খাতায়। ৩৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে ওয়েস্টহ্যাম। তারা জিতেছে মোট ১২টি ম্যাচ।
নিউক্যাসল বনাম চেলসি
অ্যাওয়ে ম্যাচে চেলসি ০-২ গোলে হেরে যায় নিউক্যাসলের কাছে। চেলসিও ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হজম করে। ম্যাচে ক্রিস্টাল প্যালেসের হয়ে ১টি করে গোল করেন টনালি ও গুইমারেস। টনালি ম্যাচে ২ মিনিটে প্রথমবার বল জড়ান চেলসির জালে। ৯০ মিনিটে গুইমারেস নিউক্যাসলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
এই ম্যাচের পরে চেলসি অবস্থান করছে লিগ টেবিলের ৫ নম্বরে। ৩৬ ম্যাচে ১৮টি জয়-সহ ৬৩ পয়েন্ট রয়েছে তাদের খাতায়। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে নিউক্যাসল। তারা জিতেছে মোট ২০টি ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।