চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি একটি বিমানে কালো রঙের বিশেষ টি-শার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে, যেখানে লেখা ছিল, ‘কর্তব্য, সম্মান, দেশ’- এই শক্তিশালী বার্তা। যা সকলের মনোযোগ আকর্ষণ করেছে। একজন সহযাত্রী ধোনির কেবিন লাগেজ ওভারহেড বগিতে রাখার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যার পর থেকে এই ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ধোনির ভিডিয়ো ভাইরাল
আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর মহেন্দ্র সিং ধোনি তাঁর বাড়ি ফিরছিলেন। সেই সময়ে বিমানে তাঁরে বিশেষ টি-শার্টটি পরে থাকতে দেখে সকলে অভিভূত হয়েছেন। এই টি-শার্টে লেখা ছিল ‘কর্তব্য, সম্মান, দেশ’। এর মধ্যে দিয়ে তিনি নিঃশব্দেই দেশপ্রেমের বার্তা দিতে চেয়েছেন। বড় করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নয়, বরং নীরবে তাঁর দেশপ্রেমই এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুন: IPL 2025 আপাতত বন্ধ করতে বাধ্য হল BBCI, এর আগেও একবার স্থগিত করতে হয়েছিল টুর্নামেন্ট, কবে জানেন?
আইপিএল ২০২৫ থেকে ছিটকে গিয়েছে সিএসকে
ইতিমধ্যে, সিএসকে আইপিএল ২০২৫-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। এখনও পর্যন্ত তাদের ১২টি ম্যাচ খেলেছে তারা। জিতেছে মাত্র তিনটিতে। বাকি ৯টি ম্যাচেই হেরেছে। ৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবলের লাস্টবয় চেন্নাই সুপার কিংস।
কবে পুনরায় শুরু হবে আইপিএল?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খুব সম্ভবত ১৫ বা ১৬ মে নাগাদ আবার শুরু হতে চলেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে এমনটাই জানিয়েছেন। ফাইনালটি সম্ভবত ৩০ মে অথবা ১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিসিআইয়ের একটি শীর্ষ সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে, আইপিএলের বাকি ম্যাচগুলি বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি শুরু হবে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে।
বিসিসিআইয়ের একটি সূত্র মারফৎ জানা গিয়েছে, ‘আমরা সব স্টেকহোল্ডারদের এই বিষয়ে অবহিত করেছি, এবং দলগুলি তাদের খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের ফিরিয়ে আনছে। একানা ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং এলএসজি দল ১৩ মে-র মধ্যে একত্রিত হবে।’
আরও পড়ুন: মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে UAE, PSL 2025 স্থগিত করতে বাধ্য হল PCB
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। যে কারণে বিসিসিআই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে। জম্মু এবং পাঠানকোটের নিকটবর্তী অঞ্চলে বিমান হামলার সতর্কতার কারণে ধরমশালায় পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার একদিন পর, ৯ মে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই মুহূর্তে, মনে হচ্ছে পঞ্জাব বনাম দিল্লি ম্যাচটি আর হবে না, উভয় দলকেই এক পয়েন্ট করে দেওয়া হবে। এবং এলএসজি ও আরসিবির মধ্যে ম্যাচ দিয়ে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্টটি ফের শুরু হবে।