সচিন তেন্ডুকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় দলের ফ্যাভ ফাইভের অভাব টেস্টে কিছুটা হলেও পূরণ করে দিয়েছিল ২০২৮ সালের বর্ডার গাভাসকর সিরিজ জিতে আসা বিরাট কোহলির দল। সেই দলে টপ অর্ডারে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো টেস্ট খেলোয়াড়ররা। যারা দরকার অনুযায়ী টেস্টকে টেস্টের মতোই খেলতে জানতেন। কিন্তু বিরাট কোহলির অবসরে ভারতীয় দলের সেটআপ-টাই যেন ভেঙে যেতে বসেছে। কারণ গিল হোক বা যশস্বী, পন্ত হোক বা রাহুল, এরা কেউই তেমন পুরোনো দিনের টেস্ট ব্যাটারদের মতো খেলতে অভ্যস্ত নন।
বিদেশে সফল নন শুভমন গিল
বছর দুয়েক আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল রাহানে আর পূজারাকে টেস্টে ফেরানো হবে না। এবার রোহিত শর্মার অবসরের পাঁচদিনের মাথায় বিরাট কোহলিও সরে দাঁড়িয়েছেন টেস্ট থেকে। আর এক সপ্তাহ পরই বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসতে চলেছে ইংল্যান্ড সিরিজে দল নির্বাচনের। তবে তাঁরাও যে অনভিজ্ঞ দল নিয়েই কার্যত ইংল্যান্ড সফরে যাবে তা বলাই বাহুল্য। কারণ লোকেশ রাহুল, ঋষভ পন্তরা কেউই বিরাট রোহিতের ধারে কাছে আসেননা। আর জাদেজার স্পিন ইংল্যান্ডে কতটা এফেক্টিভ হবে, তাও জানা নেই। আর অধিনায়কত্বে চাপ গিলের খেলা নষ্ট করবে কিনা, তার উত্তরও সময়ই দেবে।
একঝলকে দেখে নেওয়া যাক, টিম ইন্ডিয়ার ওপেনিং কারা করতে পারে?
এক্ষেত্রে একজন ওপেনার হিসেবে যশস্বী জসওয়াল থাকছেন, তিনি ১৯ টেস্টে ১৭৯৮ রান করেছেন। ব্যাটিং গড় ৫২.৮৮, অস্ট্রেলিয়াতেও যথেষ্ট ভালো খেলেছেন বাকিদের তুলনায়। সেখানে তাঁর গড় ছিল ৪৩.৪৪। দেশের বাইরে রয়েছে দুটি শতরান, একটি অস্ট্রেলিয়ায়।
গিল কি আবার ওপেনিংয়ে?
কিন্তু রোহিতের অনুপস্থিতিতে আরও একবার কি গিলকেই ফেরানো হবে ওপেনিংয়ে? নাকি রাহুলই থাকবে অস্ট্রেলিয়া সিরিজে যেমন ওপেনিং করেছিলেন? সেই সিদ্ধান্ত ঝুলে গম্ভীর-আগরকরের সিদ্ধান্তের ওপরই। কারণ গিল শেষ কয়েকটি টেস্ট তিন নম্বরে ব্যাটিং করেছেন পূজারার শূন্যস্থান ভরাট করার জন্য। শেষ ১৫ মাসে তিন তিনটি শতরানও করেছেন ওই পজিশনে। যদিও বিদেশের মাটিতে শেষ ১২ ইনিংসে তাঁর গড় মাত্র ১৯, নেই একটাও হাফ সেঞ্চুরি। তবে ওপেনিংয়ে তিনি বিদেশের মাটিতে দুটি অর্ধশতরান করেছেন, আর ব্যাটিং গড়ও কিছুটা ভালো ৩১.৫৪। এর আগেরবার অবশ্য ইংল্যান্ডে ছয় ইনিংসে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। গিল ছাড়াও ওপেনিংয়ে নাম ভাসছে বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ এবং তামিল নাড়ুর সাই সুদর্শনের। এদের মধ্যে কাউন্টি ক্রিকেটে কিছু মাস আগে সাই সুদর্শন একটি ভালো ইনিংস খেলেছিলেন, আর তারা দুজনেই ভারতীয় এ দলের হয়ে খেলতে যাবেন ইংল্যান্ডে।
বিরাটের পরিবর্তে কে?
এ তো গেল ওপেনিংয়ের কথা। কিন্তু চার নম্বরে বিরাটের পরিবর্তে ব্যাটিং করবেন কে? ১২ বছর ধরে বিরাট কোহলিই এই পজিশনে ব্যাটিং করে আসছেন বলে, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে কোনও চিন্তা নিতেই হয়নি। এক্ষেত্রে একমাত্র রাহুলের ওপর বোর্ড চোখ কান বুঝে ভরসা করতে পারে, কারণ ওকে বারবার ব্যাটিং অর্ডার পাল্টে বিভিন্ন পজিশনে খেলানো হয়েছে, আর রাহুল খুব ফ্লপও হননি।
নজরে পন্ত-সুদর্শন
তবে রাহুলকে যদি ওপেনিংয়েই রাখা হয়, তাহলে সাই সুদর্শন এবং ঋষভ পন্তকে ওই পজিশনে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে জাদেজা আসবেন ছয় নম্বরে। প্রয়োজনে করুণ নায়ারকেও ইংল্যান্ডে সুযোগ দেওয়া হতে পারে, এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ট্রিপল সেঞ্চুরি রয়েছে করুণের, তবে সেটা ছিল দেশের মাটিতে। যদিও কাউন্টিতে করুণের গত বছর প্রায় ৪৯ গড় ছিল। একটি শতরান এবং তিনটি হাফ সেঞ্চুরিও ঝুলিতে ছিল তাঁর। হাতে আরও দুজন রয়েছেন তাঁরা হলেন শ্রেয়স আইয়ার এবং দেবদূক পাডিক্কাল, তাঁদেরও বিরাটের পজিশনে খেলানো তে পারে।