বাংলা নিউজ > ক্রিকেট > রোহিত-বিরাটের অবসর! ইংল্যান্ড সিরিজে ওপেনার কে? গিল না রাহুল? তিন নম্বরে খেলবে কে? সিদ্ধান্ত নিয়ে চাপে নির্বাচক কমিটি?

রোহিত-বিরাটের অবসর! ইংল্যান্ড সিরিজে ওপেনার কে? গিল না রাহুল? তিন নম্বরে খেলবে কে? সিদ্ধান্ত নিয়ে চাপে নির্বাচক কমিটি?

রোহিত-বিরাটের অবসর! ওপেনার কে? গিল না রাহুল? সিদ্ধান্ত নিয়ে চাপে নির্বাচক কমিটি (AP)

সচিন তেন্ডুকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় দলের ফ্যাভ ফাইভের অভাব টেস্টে কিছুটা হলেও পূরণ করে দিয়েছিল ২০২৮ সালের বর্ডার গাভাসকর সিরিজ জিতে আসা বিরাট কোহলির দল। সেই দলে টপ অর্ডারে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারার মতো টেস্ট খেলোয়াড়ররা। যারা দরকার অনুযায়ী টেস্টকে টেস্টের মতোই খেলতে জানতেন। কিন্তু বিরাট কোহলির অবসরে ভারতীয় দলের সেটআপ-টাই যেন ভেঙে যেতে বসেছে। কারণ গিল হোক বা যশস্বী, পন্ত হোক বা রাহুল, এরা কেউই তেমন পুরোনো দিনের টেস্ট ব্যাটারদের মতো খেলতে অভ্যস্ত নন।

বিদেশে সফল নন শুভমন গিল

বছর দুয়েক আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল রাহানে আর পূজারাকে টেস্টে ফেরানো হবে না। এবার রোহিত শর্মার অবসরের পাঁচদিনের মাথায় বিরাট কোহলিও সরে দাঁড়িয়েছেন টেস্ট থেকে। আর এক সপ্তাহ পরই বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসতে চলেছে ইংল্যান্ড সিরিজে দল নির্বাচনের। তবে তাঁরাও যে অনভিজ্ঞ দল নিয়েই কার্যত ইংল্যান্ড সফরে যাবে তা বলাই বাহুল্য। কারণ লোকেশ রাহুল, ঋষভ পন্তরা কেউই বিরাট রোহিতের ধারে কাছে আসেননা। আর জাদেজার স্পিন ইংল্যান্ডে কতটা এফেক্টিভ হবে, তাও জানা নেই। আর অধিনায়কত্বে চাপ গিলের খেলা নষ্ট করবে কিনা, তার উত্তরও সময়ই দেবে।

একঝলকে দেখে নেওয়া যাক, টিম ইন্ডিয়ার ওপেনিং কারা করতে পারে?

এক্ষেত্রে একজন ওপেনার হিসেবে যশস্বী জসওয়াল থাকছেন, তিনি ১৯ টেস্টে ১৭৯৮ রান করেছেন। ব্যাটিং গড় ৫২.৮৮, অস্ট্রেলিয়াতেও যথেষ্ট ভালো খেলেছেন বাকিদের তুলনায়। সেখানে তাঁর গড় ছিল ৪৩.৪৪। দেশের বাইরে রয়েছে দুটি শতরান, একটি অস্ট্রেলিয়ায়।

গিল কি আবার ওপেনিংয়ে?

কিন্তু রোহিতের অনুপস্থিতিতে আরও একবার কি গিলকেই ফেরানো হবে ওপেনিংয়ে? নাকি রাহুলই থাকবে অস্ট্রেলিয়া সিরিজে যেমন ওপেনিং করেছিলেন? সেই সিদ্ধান্ত ঝুলে গম্ভীর-আগরকরের সিদ্ধান্তের ওপরই। কারণ গিল শেষ কয়েকটি টেস্ট তিন নম্বরে ব্যাটিং করেছেন পূজারার শূন্যস্থান ভরাট করার জন্য। শেষ ১৫ মাসে তিন তিনটি শতরানও করেছেন ওই পজিশনে। যদিও বিদেশের মাটিতে শেষ ১২ ইনিংসে তাঁর গড় মাত্র ১৯, নেই একটাও হাফ সেঞ্চুরি। তবে ওপেনিংয়ে তিনি বিদেশের মাটিতে দুটি অর্ধশতরান করেছেন, আর ব্যাটিং গড়ও কিছুটা ভালো ৩১.৫৪। এর আগেরবার অবশ্য ইংল্যান্ডে ছয় ইনিংসে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। গিল ছাড়াও ওপেনিংয়ে নাম ভাসছে বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ এবং তামিল নাড়ুর সাই সুদর্শনের। এদের মধ্যে কাউন্টি ক্রিকেটে কিছু মাস আগে সাই সুদর্শন একটি ভালো ইনিংস খেলেছিলেন, আর তারা দুজনেই ভারতীয় এ দলের হয়ে খেলতে যাবেন ইংল্যান্ডে।

বিরাটের পরিবর্তে কে?

এ তো গেল ওপেনিংয়ের কথা। কিন্তু চার নম্বরে বিরাটের পরিবর্তে ব্যাটিং করবেন কে? ১২ বছর ধরে বিরাট কোহলিই এই পজিশনে ব্যাটিং করে আসছেন বলে, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে কোনও চিন্তা নিতেই হয়নি। এক্ষেত্রে একমাত্র রাহুলের ওপর বোর্ড চোখ কান বুঝে ভরসা করতে পারে, কারণ ওকে বারবার ব্যাটিং অর্ডার পাল্টে বিভিন্ন পজিশনে খেলানো হয়েছে, আর রাহুল খুব ফ্লপও হননি।

নজরে পন্ত-সুদর্শন

তবে রাহুলকে যদি ওপেনিংয়েই রাখা হয়, তাহলে সাই সুদর্শন এবং ঋষভ পন্তকে ওই পজিশনে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে জাদেজা আসবেন ছয় নম্বরে। প্রয়োজনে করুণ নায়ারকেও ইংল্যান্ডে সুযোগ দেওয়া হতে পারে, এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ট্রিপল সেঞ্চুরি রয়েছে করুণের, তবে সেটা ছিল দেশের মাটিতে। যদিও কাউন্টিতে করুণের গত বছর প্রায় ৪৯ গড় ছিল। একটি শতরান এবং তিনটি হাফ সেঞ্চুরিও ঝুলিতে ছিল তাঁর। হাতে আরও দুজন রয়েছেন তাঁরা হলেন শ্রেয়স আইয়ার এবং দেবদূক পাডিক্কাল, তাঁদেরও বিরাটের পজিশনে খেলানো তে পারে।

ক্রিকেট খবর

Latest News

রোহিত-বিরাটের অবসর! ওপেনার কে? গিল না রাহুল? সিদ্ধান্ত নিয়ে চাপে নির্বাচক কমিটি? বিনা টিকিটে যাত্রা রুখতে শিয়ালদায় নয়া পদক্ষেপ, চালু হল বিশেষ মেশিন, কী হবে? এই বছর কততম বুদ্ধ পূর্ণিমা? কেনই বা পূর্ণিমার দিন পালিত হয় বুদ্ধজয়ন্তী মাছি গলতে পারবে না! পুরীতে রথের আগে বড় নির্দেশ ডিজিপির, আগেই দেখেছিল NSG পশ্চিমের জেলাগুলিতে প্রবল বজ্রপাতের সতর্কতা, রাতে কলকাতায় হতে পারে ঝড়বৃষ্টি ঝিল্লির জীবনে এন্ট্রি নিচ্ছে নতুন নায়ক! তেঁতুলপাতায় আগমন ঘটছে কোন অভিনেতার? কেন পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা? কোন তিন ঘটনা যুক্ত এই তিথির সঙ্গে আসন্ন শনি অমাবস্যায় মে মাসের শেষে নয়া খেলা ঘোরাবেন কর্মফলদাতা! লাকি কারা? ‘তুমি আমায় তোমার বাবার দেওয়া উপহার দিতে চেয়েছিলে’! কোহলির টেস্ট অবসরে বললেন সচিন 'না পাওয়ার রং নাও...' টেস্ট ক্রিকেটকে বিদায়, বিরাটকে শুভেচ্ছা সৃজিত-ভিকিদের

Latest cricket News in Bangla

পাখির চোখ ODI বিশ্বকাপ! টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি! কবে মাঠে নামবেন দুজনে? গোলি সে নহি, কোহলি সে ডর লগতা হ্যায়, বিরাটের অবসরে পাক দলের দুশ্চিন্তা যাচ্ছে না টেস্ট থেকে বিরাটের অবসরের পর চার নম্বরে ব্যাট করবেন কে? ইংল্যান্ড সফরের সম্ভাব্য ‘৬০টা ওভার যেন ওদের নরক মনে হয়’, ধোনির 'ক্লাস' নেওয়া- টেস্টে বিরাট ছিলেন আগুনে অ্যাসেজের অস্ট্রেলিয়ার মতোই শক্তিশালী ভারত! ‘আমাদের কাছে সব জারিজুরি আটকে যাবে!’ টেস্ট অবসরে কোহলি! বিদায়লগ্নে ‘সিংহহৃদয়’ বিরাটকে নতুন ডাকনাম দিলেন গম্ভীর অবসর ঘোষণা করে আচমকা কেন ২৬৯ বললেন বিরাট কোহলি? রহস্য লুকিয়ে আছে ইতিহাসে ৭টি দ্বিশতরান থেকে টানা ৯টি সিরিজ জয়, বিদায় বেলায় কোহলির এক ডজন টেস্ট রেকর্ড রোহিতের সঙ্গেই শেষ হল কোহলির টেস্ট অধ্যায়, অনুরাগীদের কাঁদিয়ে অবসর নিলেন বিরাট অনুরোধ করা তো দূরের কথা, কোহলিকে নাকি জানানো হয়েছে যে, টেস্টে জায়গা নিশ্চিত নয়

IPL 2025 News in Bangla

বাকিরা ছত্রভঙ্গ, IPL 2025 ফের কবে শুরু হবে স্থির না হলেও প্র্যাক্টিস শুরু গিলদের কর্তব্য, সম্মান, দেশ- কালো টি-শার্ট পরেই সেনাবাহিনীকে নীরব শ্রদ্ধা ধোনির- ভিডিয়ো 'সেদিন আপনাদের ফিরিয়ে দিয়েছিলাম,ক্ষমা চাইছি…', কার কাছে, কেন ক্ষমা চাইলেন প্রীতি যুদ্ধবিরতির ঘোষণা শুনেই বিমান থেকে নেমে পড়েন পন্টিং,পুরো দল পেতে আশাবাদী PBKS-ও কানাঘুষো বা জল্পনা নয়, IPL পুনরায় শুরু হওয়া নিয়ে স্পষ্ট কথা জানালেন রাজীব শুক্লা IPL Playoffs-এর ভেন্যু বদলের সম্ভাবনা কম, তবে বিশেষ কারণে সরতে পারে ইডেনের ম্যাচ কামিন্স-হেডরা কি IPL 2025 খেলতে ফিরবে? ভারত-পাক বর্তমান পরিস্থিতির পরে ছবিটা কী? স্থগিত হয়ে যাওয়া IPL 2025 শুরু হবে কবে? BCCI-র হাতে কি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই? 'কুকুরের লেজ, চিরকাল বাঁকাই থাকবে', সংঘর্ষ বিরতি লঙ্ঘনের খবর আসতেই তোপ চাহালদের বাজে দেশ, নোংরা ভাবনা… পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, রেগে লাল শিখর ধাওয়ান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.