ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতির ঘোষণার পর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ২০২৫ আইপিএল (IPL) মরশুম আবার ‘তাৎক্ষণিকভাবে’ শুরু করার সম্ভাবনা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। তবে বিষয়টি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানান, BCCI এখন নতুন করে সময়সূচি তৈরি করছে এবং টুর্নামেন্ট পুনরায় শুরু করার বিষয়ে সকল অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন যে, এই পুনরারম্ভ ভারত সরকারের অনুমতির উপর নির্ভরশীল।
অরুণ ধুমাল বলেন, ‘যুদ্ধবিরতি এখনই ঘোষণা হয়েছে। আমরা এখন আইপিএল আবার শুরু করে শেষ করার সম্ভাবনা খতিয়ে দেখছি। যদি সঙ্গে সঙ্গে আয়োজন করা সম্ভব হয়... তবে আমাদের ভেন্যু, তারিখ ইত্যাদি সবকিছু নতুন করে ঠিক করতে হবে এবং আমরা এখন সমস্ত অংশীদার যেমন—টিম মালিক, সম্প্রচারকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সরকারে সঙ্গে আলোচনা করতে হবে।’
BCCI ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানান, BCCI-এর কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল রবিবার (১১ মে) নতুন সময়সূচি নিয়ে আলোচনা করবেন। তিনি PTI-কে বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে। নতুন পরিস্থিতিতে BCCI অফিস বেয়ারার, কর্মকর্তারা এবং আইপিএল গভর্নিং কাউন্সিল আগামীকাল বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে। আমরা দেখব কোন সময়সূচি অনুযায়ী টুর্নামেন্ট শেষ করা সবচেয়ে ভালো হবে।’
আরও পড়ুন … কোহলি এখনও অবসর প্রসঙ্গে নিজের অবস্থানে দৃঢ়! বিরাটকে নিয়ে হাল ছাড়ছে না BCCI
রিপোর্ট অনুযায়ী, BCCI সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে এবং খেলোয়াড়দের তৎপর থাকতে বলেছে, কারণ বোর্ড যত তাড়াতাড়ি সম্ভব লিগটি পুনরায় শুরু করতে চায়। BCCI প্রতিটি দলের সঙ্গে কথাবার্তা বলছে যে কোন বিদেশি খেলোয়াড়রা সংক্ষিপ্ত সময়ে দ্রুত ফিরতে পারবেন, কারণ অনেকেই ইতিমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছেন।
আরও পড়ুন … ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত! কখন, কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচের Live Streaming
ESPNcricinfo-র এক রিপোর্ট অনুযায়ী, বাকি ১৬টি ম্যাচ (১২টি লিগ ও ৪টি প্লে-অফ) আয়োজনের জন্য বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ—এই তিনটি ভেন্যুকে বেছে নিয়েছে BCCI। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সরকারের অনুমতির পর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, আইকনিক ইডেন গার্ডেন্সে আর ফাইনাল ও কোয়ালিফায়ার ২ ম্যাচ আয়োজিত হবে না।
আরও পড়ুন … বাজে দেশ, নোংরা ভাবনা… পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন! রেগে লাল ধাওয়ান, কী বললেন সেহওয়াগ?
হিন্দুস্তান টাইমস-কে এক BCCI কর্মকর্তা জানান, আইপিএল ২০২৫ সম্ভবত আগামী সপ্তাহান্তে আবার শুরু হতে পারে। তবে এক সপ্তাহ হারিয়ে যাওয়ায় মূলত ২৫ মে নির্ধারিত ফাইনাল পিছিয়ে যেতে পারে। তবে BCCI চিন্তিত যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের জন্য বিষয়টি জটিল হতে পারে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ১১ জুন লর্ডসে শুরু হচ্ছে।
এক IPL কর্মকর্তা বলেন, ‘আমরা হয়তো আরও কয়েকটি ডাবল হেডার (এক দিনে দুই ম্যাচ) যুক্ত করতে হতে পারে। তবে আলোচনা করে আমরা চেষ্টা করব যেন প্রতিটি দল তাদের হোম অ্যাডভান্টেজ পেতে পারে।’