
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। ওদেশে গোলা-গুলি ও বিস্ফোরণের ঘটনা এতটাই স্বাভাবিক যে, পাকিস্তানিদের নিয়ে একটা প্রবাদ বাক্য তৈরি হয়ে গিয়েছে। পাকিস্তানিরা নাকি গুলিকে ভয় পায় না। সেই রেশ ধরেই ক্রিকেট বিশ্বেও এমনই একটি প্রবাদ বাক্য প্রচলিত হয়ে গিয়েছে যে, ‘পাকিস্তান কো গোলি সে নহি, কোহলি সে ডর লগতা হ্যায়।’
নিছক মজার ছলে এমন কথা প্রচলিত হলেও বিষয়টি এক্কেবারে যথার্থ। কোহলি ব্যাট হাতে এমনিতেই ধারাবাহিক। তবে সামনে পাকিস্তানকে পেলে বরাবর জ্বলে ওঠে বিরাটের ব্যাট। দু'দেশের তিক্ত কূটনৈতিক সম্পর্কের জন্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তবে আইসিসি ও এসিসি ইভেন্টে সম্মুখসমরে নামে ভারত-পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের যখনই প্রয়োজন হয়েছে, কোহলির ব্যাট নির্ভরতা দিয়েছে টিম ইন্ডিয়াকে।
বিশেষ কয়েকটি ক্ষেত্রে বিরাট একার হাতে পাকিস্তানের কাছ থেকে ম্যাচ বার করে নিয়ে গিয়েছেন। হ্যারিস রউফের মতো পাক বোলাররা কোহলির হাতে এমন লাঞ্ছিত হয়েছেন, সারা জীবনে চাইলেও ভুলতে পারা মুশকিল।
বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে মোট ১৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ৫৯.৮৪ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৭৭৮ রান। স্ট্রাইক-রেট ৯৮.৮৫। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে ৪টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন বিরাট।
পাকিস্তানের বিরুদ্ধে ২০১২ সালে মীরুপুরে এশিয়া কাপের ম্যাচে ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৮ বলে ১৮৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন কোহলি, যা ওয়ান ডে কেরিয়ারে বিরাটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
আরও পড়ুন:- রোহিতের সঙ্গেই শেষ হল কোহলির টেস্ট অধ্যায়, অনুরাগীদের কাঁদিয়ে অবসর নিলেন বিরাট
২০১৫ সালে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে ৮টি বাউন্ডারির সাহায্যে ১২৬ বলে ১০৭ রান করেন বিরাট। ২০২৩ সালে কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন কোহলি। ২০২৫ সালে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৭টি বাউন্ডারির সাহায্যে ১১১ বলে ১০০ রান করে নট-আউট থাকেন বিরাট।
উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে কখনও টেস্ট খেলেননি। তাই টেস্ট থেকে অবসর নেওয়ায় পাকিস্তানের ভয়ের কারণ কেটে গেল বলা ভুল হবে। বিরাট এখনও ওয়ান ডে খেলা জারি রাখবেন। তাই অদূর ভবিষ্যতে বিরাট যদি ফের কোনও আইসিসি বা এসিসি ইভেন্টে পাকিস্তানের মুখোমুখি হন, তাহলে পাক বোলারদের বুক কাঁপবে সন্দেহ নেই।
আরও পড়ুন:- টেস্টের অভিজাত ক্লাবের দরজা উপেক্ষা করলেন কোহলি, অবসর নেওয়ায় হাতছাড়া ২টি বিরাট রেকর্ড
বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে মোট ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ৭০.২৮ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪৯২ রান। স্ট্রাইক-রেট ১২৩.৯২। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে কোনও শতরান না করলেও ৫টি অর্ধশতরান করেছেন বিরাট।
২০২২ সালে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে বিরাট কোহলি যে ইনিংসটি খেলেন, তা তাঁর টি-২০ কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস সন্দেহ নেই। বিরাট ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। ভারতকে কার্যত হারা ম্যাচে একার হাতে জয় এনে দেন কোহলি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports