বিনা টিকিটে ট্রেন ভ্রমণ রুখতে এবং যাত্রীদের টিকিট কাটা আরও সহজ করতে নয়া উদ্যোগ নিল রেল। শিয়ালদা স্টেশনে চালু হল মোবাইল ইউটিএস (আনরিজার্ভড টিকিটিং সিস্টেম)। শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিসিএম জসরাম মীনা, ডিআরএম রাজীব সাক্সেনার নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের জন্য টিকিট কাটা আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্বিঘ্ন ও দ্রুত পরিষেবা প্রদান করাই হল এই উদ্যোগের লক্ষ্য।
আরও পড়ুন: ট্রেনে মোবাইল-ল্যাপটপ হারিয়েছে? খুঁজে দিতে নয়া উদ্যোগ রেলের, কোথায় জানাতে হবে?
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেলকর্মীরা এই যন্ত্রের মাধ্যমে স্টেশন প্রাঙ্গণে পরিষেবা দিচ্ছেন। যাত্রীরা সেখান থেকে টিকিট সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন। রেলের তরফে জানানো হয়েছে, এই নতুন উদ্যোগে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। গত তিনদিনে মোট ৯৫২ জন যাত্রী মোবাইল ইউটিএস পরিষেবার মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন। এর মাধ্যমে রেল ২৬,৩০৫ টাকার রাজস্ব হয়েছে। এই তথ্য দিয়ে রেল জানিয়েছে, এটি খুব পরিষ্কার যে যাত্রীদের কাছে এই পরিষেবা কার্যকর ও সুবিধাজনক বলে মনে হচ্ছে।
রেল সূত্রের খবর, সুবিধাজনক জায়গায় থাকা এই মোবাইল ইউটিএস মেশিনগুলির মাধ্যমে যাত্রীদের বিশেষ করে প্রবীণ নাগরিক, অসুস্থ, মহিলা ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের আর টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না। এই মেশিনগুলি টিকেটিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করায় রেলকর্মীদের উপর চাপ কমেছে। তাছাড়া এই যন্ত্রের আরও সুবিধা রয়েছে। যে কোনও প্রয়োজনে সহজে এগুলি স্থানান্তর করা সম্ভব হওয়ায় বেশি ভিড় হয়, এমন জায়গায় সহজেই মোতায়েন করা যাচ্ছে। এছাড়াও, অতিরিক্ত টিকেটিং পয়েন্ট হিসেবে কাজ করে যাত্রীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী এই যন্ত্র। দ্রুত পরিষেবা প্রদান করা সম্ভব এই যন্ত্রে। যার ফলে যাত্রীরা অপেক্ষা না করেই দ্রুত টিকিট সংগ্রহ করতে পারছেন।
শিয়ালদার মতো ব্যস্ততম স্টেশনে এই যন্ত্র খুবই কার্যকরী হয়ে উঠছে। এছাড়াও, মোবাইল ইউটিএস মেশিনগুলি রিয়েল-টাইমে টিকিট বিক্রির তথ্য সরবরাহ করে। এগুলি যাত্রী চলাচল বিশ্লেষণে ও পরিষেবা পরিকল্পনায় সাহায্য করবে বলে জানাচ্ছে রেল। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘প্রযুক্তিনির্ভর এই অগ্রগামী পদক্ষেপ শিয়ালদা বিভাগের যাত্রীবান্ধব ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এর মাধ্যমে আরও আরামদায়ক ও কার্যকর যাত্রাপথ নিশ্চিত করা সম্ভব হবে।’