বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব হলেন কর্মফলদাতা। সকলের কর্মফলের হিসাব করে থাকেন শনিদেব। আর তাঁর গতিবিধির জেরে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেন। শনিদেবের আড়াই বছরে দ্বিতীয়বার নিজের রাশি পরিবর্তন করেন। শনিদেব অত্যন্ত ধীর গতিতে চলেন। আর তার প্রভাব পড়ে বহুক্ষেত্রে। এদিকে, শনিদেব ২৬ মে মীন রাশিতে সঞ্চরণ করতে চলেছেন। সেই দিনই রয়েছে শনি অমাবস্যা। কোন কোন রাশির ওপর পড়বে প্রভাব? দেখে নিন।
মিথুন
শনিদেব আপনার রাশির কর্মভাবে সঞ্চরণ করতে চলেছেন। এরফলে কাজের জীবনে প্রভাব পড়তে চলেছে। উন্নতির মুখ পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। চাকরিরতরা এই সময়ে নিজের কাজের প্রশংসা পেতে চলেছেন। ফলে অফিসের সিনিয়রদের সহযোগিতা পাবেন সব কাজে। ব্যবসায়ীরা দারুণ লাভ পাবেন চারিদিক থেকে। ব্যবসায় নতুন গ্রাহক পেতে পারেন। আয়ের অতিরিক্ত উৎস পাবেন। এই সময় আপনি কোর্টের মামলায় বড় লাভ পেতে পারেন।
মকর
এই সময় শনিদেব, মকর রাশির জাতক জাতিকাদের কৃপা করতে চলেছেন। এই সময় সাহস পরাক্রমে বৃদ্ধি হতে পারে। দীর্ঘ দিন ধরে যদি কোনও আইনি মামলা আটকে থাকে, তাহলে তা এবার শেষ হবে। যে কোনও সিদ্ধান্ত আপনার হিতে যেতে পারে। ফলে সাফল্য আসতে থাকবে। পেতে পারেন নতুন পদ। ব্যবসায় তুমুল লাভ আসতে পারে। কোনও গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। ভাই বোনদের সহযোগিতা পেতে পারেন।
( ৭৩৪০ দিয়ে শুরু ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করছে পাকিস্তানি ইন্টেল! কী উদ্দেশ্য?)
( সূর্যকে সঙ্গে নিয়ে কৃপা বর্ষণের মেজাজে বুধ! চাকরি, ব্যবসায় ধুন্ধুমার উন্নতি ৩ রাশির)
( শুধু দেশের নিরাপত্তাতেই কতগুলি স্যাটেলাইট কাজ করছে? ভারত-পাক সংঘাতের মাঝে মুখ খুললেন ইসরো চিফ)
বৃষ
এই সময় আপনার আয়ে তুমুল বৃদ্ধি হতে পারে। শনিদেব আপনার রাশিতে আয়ের জায়গায় থাকবেন। ফলে এই সময় আপনার আয়ে তুমুল বৃদ্ধি দেখা যাবে। যাঁরা পড়াশোনার মধ্যে রয়েছেন, সেই বিদ্যার্থীরা পাবেন তুমুল লাভ। কেরিয়ারের দিক থেকে এগিয়ে চলার নতুন নতুন রাস্তা খুলে যেতে পারে। এই সময় ধার্মিক ও মাঙ্গলিক কাজে যোগ দিতে পারেন। আপনার বিনিয়োগে লাভ হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )