জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ হলেন সবচেয়ে যুবক গ্রহ। আর সেই কারণেই বুধকে বলা হয় গ্রহদের রাজকুমার। বুধের সামান্য গতিবিধিও প্রভাব ফেলে জ্যোতিষমতে ১২ রাশির জাতক জাতিকারা জীবনে। আসন্ন সময়ে একাধিক গ্রহের গোচর রয়েছে। তারই মধ্যে আলাদা করে নজর কাড়তে চলেছেন বুধদেব। বুধের সঙ্গে শিগগিরই সূর্যের যুতি তৈরি হতে চলেছে। তারফলে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখে নিন।
বুধ পৌঁছে গিয়েছেন মেষ রাশিতে। সেখানে আগে থেকেই ছিলেন সূর্যদেব। আর বুধ এবং সূর্যের এই যুতির ফলে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, বুধাদিত্য যোগ কাদের লাভ এনে দিচ্ছে।
কুম্ভ
এই রাশির জাতকদের জন্য বুধের গোচর অনুকূল হতে চলেছে। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় লাভ পেতে শুরু করবে। বেকার যুবকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, তারাও একটি ভালো সুযোগ পাচ্ছেন। নতুন কোম্পানি থেকে আরও ভালো বেতনের চাকরির অফার লেটার পেতে পারেন।
( শুধু দেশের নিরাপত্তাতেই কতগুলি স্যাটেলাইট কাজ করছে? ভারত-পাক সংঘাতের মাঝে মুখ খুললেন ইসরো চিফ)
( পাকিস্তানের সঙ্গে ‘সিজ ফায়ার’র পর বুদ্ধপূর্ণিমায় মোদী, শাহ, জয়শংকররা দিলেন কোন বার্তা?)
( শুধু দেশের নিরাপত্তাতেই কতগুলি স্যাটেলাইট কাজ করছে? ভারত-পাক সংঘাতের মাঝে মুখ খুললেন ইসরো চিফ)
কন্যা
আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে। ঈশ্বরের প্রতি ভক্তি করলে আপনি গভীর মানসিক শান্তি পাবে। আপনি আপনার পরিবারের সাথে ২-৪ দিনের জন্য তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন।
কর্কট
বুধাদিত্য রাজযোগ গঠন আপনার কর্মজীবনে সমৃদ্ধি আনতে পারে। ভালো ইনক্রিমেন্টের সাথে আপনি পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মী এবং উর্ধ্বতনদের কাছ থেকে আপনি পূর্ণ সম্মান পাবেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)