প্রবল দাবদাহের পর অবশেষে দক্ষিণবঙ্গে বাসিন্দাদের জন্য সুখবর। কয়েক ঘণ্টার মধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৈরি হয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। যার জেরে সোমবার রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগ দেখা দিতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তৈরি হয়েছে তীব্র বজ্রপাতের সম্ভাবনা।
উপগ্রহ চিত্র অনুসারে সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ সীমানা লাগোয়া ঝড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির ওপর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। যা ক্রমশ শক্তি বৃদ্ধি করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই বজ্রগর্ভ মেঘের জেরে আগামী কয়েক ঘণ্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে ঝড়বৃষ্টির তীব্রতা বেশি হবে। সঙ্গে রয়েছে প্রবল বজ্রপাতের সতর্কতা। কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে পারে।
বজ্রগর্ভ মেঘকোষ শক্তি ধরে রাখতে পারলে রাত ১০টার পরে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে দাবদাহ থেকে সাময়িক মুক্তি পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী। এছাড়া বীরভূম ও মুর্শিদাবাদের একাংশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।