সোমবারই IPL 2025-র দ্বিতীয় পর্বের ক্রীড়াসূচি প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের এই মিলিয়ন ডলার ক্রিকেট লিগ গত বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছিল। দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচ চলাকালীন ভারত-পাক অশান্তির আবহে ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। বাতিস্তম্ভ নিভিয়ে দর্শকদের বাইরে বের করে দেওয়া হয়। এর পরের দিনই জানিয়ে দেওয়া হয়, আপাতত লিগ স্থগিত।
তবে কথা মতো তাঁরা সাতদিনের মধ্যেই লিগ শুরুর দিনক্ষণ সবই জানিয়ে দিলেন। ১০ দিনের মধ্যেই ফের একবার আইপিএল ২০২৫ শুরু হয়ে গেল। বাকি ১৭টা ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে ৬টি শহরকে। এগুলো হল লখনউ, জয়পুর, বেঙ্গালুরু, দিল্লি,মুম্বই এবং আমদাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্স এই তালিকায় নেই।
গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্সের ডেরায়। তবে সেই ভেনু বদল হয়ে গেল। ফাইনালের সম্ভাব্য ভেনু হিসেবে উঠে আসছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম, জানা যাচ্ছে ৩রা জুন এখানেই হবে IPL ফাইনাল।
বোর্ডের তরফে সূচি প্রকাশের সময় জানানো হয়েছে যে প্লে অফের ভেনুও ঠিক হয়নি। যদিও টাইমস অফ ইন্ডিয়ার তরফে প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্লে অফের ভেনুও প্রায় পাকা করে ফেলেছে বোর্ড কর্তারা। এবারের আইপিএলের প্লে অফের ভেনু হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।
মনে করা হয়েছিল, ভারত-পাকিস্তান অশান্তির আবহে হয়ত ম্যাচ সীমান্তবর্তি এলাকার স্টেডিয়ামে না দিয়ে দঃ ভারত এবং পূর্ব ভারতে দেওয়া হতে পারে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেসবের দিকে না হেঁটে নিজেদের পছন্দ মতো স্টেডিয়ামই বেছে নিলেন আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য।
মনে করা হচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বাকি ১৭ ম্যাচের ভেনু নির্বাচনের ক্ষেত্রে বোর্ড যে কথাটি মাথায় রেখেছে, তা হল আবহাওয়া। ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি হয়েছে, এমন ধর্মশালায় যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচও বৃষ্টির জন্য বিলম্বিত হয়েছিল। আর এবার যেহেতু আইপিএল শেষ করার জন্য হাতে সময় কম, তাই যাতে বৃষ্টির জন্য কোনও ম্যাচ না ভেস্তে যায়, এমন কি ফাইনাল বা প্লে অফেও যাতে বৃষ্টির ভ্রুকুটি না থাকে, তাই সেগুলো মাথায় রেখেই এই ভেনু নির্ধারণ করা হয়েছে বলে মনে করছে ক্রিকেটমহল।