Ajinkya Rahane is not giving up hope: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বুধবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২ উইকেটে হেরে আইপিএল ২০২৫ প্লে-অফে পৌঁছানোর সম্ভাবনা প্রায় হারিয়ে ফেলেছে। তবে কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে এখনই আশা ছাড়ছেন না। রাহানের আশা এখনও বেঁচে আছে।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে অজিঙ্কা রাহানে বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি ১৫ পয়েন্ট পেলে এখনও যোগ্যতা অর্জন করা সম্ভব। আমাদের ইতিবাচক ভাবতে হবে। দুটি ম্যাচ বাকি রয়েছে, একটি (সানরাইজার্স) হায়দরাবাদের বিরুদ্ধে, এবং তারপর বেঙ্গালুরু (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)। আমাদের দল হিসেবে ইতিবাচক মনোভাব নিয়ে নামতে হবে।’
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আরও বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি। এই ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী হয়নি, তবে আমাদের লক্ষ্য পরের দুই ম্যাচ জেতা।’
বৈভব অরোরার ওভারই টার্নিং পয়েন্ট? যখন এই প্রশ্ন রাহানেকে জিজ্ঞেস করা হয় যে ভৈবব অরোরা ১১তম ওভারে ৩০ রান খরচ করাই কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিল, কেকেআর ক্যাপ্টেন উত্তরে বলেন, ‘বৈভব তার সেরাটা দিয়েছে। আমি মনে করি দুবে এবং ব্রেভিস সাহসী ছিল, সুযোগ নিয়েছে এবং তার ফল পেয়েছে। এমনটা যে কোনো দলের সঙ্গেই হতে পারে।’
অজিঙ্কা রাহানে আরও বলেন, ‘আমরা পাঁচটা উইকেট তুলে নিই শুরুতেই, কিন্তু তারপর ওদের একটা ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। আমরা জানতাম একটা-দুটো উইকেট নিলেই ম্যাচে ফিরব এবং আমাদের পরিকল্পনাও সেটাই ছিল।’
আরও পড়ুন … দুরন্ত বোলিংয়ের পরেও শাস্তি! IPL-এর আচরণবিধি লঙ্ঘন, জরিমানার মুখে KKR-এর বরুণ চক্রবর্তী
রাহানে মেনে নেন যে এই ম্যাচে ১০-১৫ রান কম হয়ে গিয়েছিল। কেকেআর টস জিতে ব্যাটিং নিয়েছিল। রাহানে মনে করেন দল অন্তত ১০-১৫ রান কম করেছিল। তিনি বলেন, ‘ওরা দারুণ বল করেছে। পাথিরানার দুটি ওভার খুবই গুরুত্বপূর্ণ ছিল — মাত্র ৬ রান এবং দারুণভাবে ওভার শেষ করে। নূর আহমদ এবং পাথিরানার শেষ চার ওভার ছিল অসাধারণ।’
নারিন ও বরুণকে সাবধানে খেলেছে সিএসকে
রাহানে বলেন, ‘ওরা সানি (নরিন) ও বরুণকে ঝুঁকি না নিয়ে অন্য বোলারদের টার্গেট করেছে, আর বৈভব এলেই আক্রমণ করেছে, এবং সেটাই ওদের ফল দিয়েছে। আমার মতে, ওরা খুব বেশি কিছু ভুল করেনি, ওই এক ওভারই ছিল পার্থক্য।’
আরও পড়ুন … ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনার মধ্যে PSL 2025-এর ভবিষ্যত কী? কী বলছে PCB? নজর রাখছে বাংলাদেশ
সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি রাহানের কৌশলের প্রশংসা করেন। তিনি মনে করেন রাহানের অধিনায়কত্ব যথেষ্ট ভালো ছিল। ম্যাচের পের সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি যদি সৎভাবে বলি, রাহানের অধিনায়কত্ব ছিল দুর্দান্ত। ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘ও বাধ্য হয়েছিল তার সেরা স্পিনারদের ব্যবহার করতে দুবে এবং ব্রেভিসকে থামাতে। ওদের যদি আরও ২-৩ ওভার ওভাবে খেলতে দেওয়া হত, তাহলে ম্যাচ ৩ ওভার আগেই শেষ হয়ে যেত।’
আরও পড়ুন … রোহিত শর্মার টেস্ট থেকে অবসর: ইংল্যান্ড সফরে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ! কীভাবে সমস্যার সমাধান হবে
সিএসকের পরিকল্পনা ছিল স্পিনারদের বিরুদ্ধে ঝুঁকি না নেওয়া
মাইকেল হাসি জানান, ‘ব্যাটসম্যানরা জানত ওদের স্পিনারদের খেলাটা কঠিন হবে, তাই পেসারদের টার্গেট করাটাই ছিল আমাদের পরিকল্পনা। তবে দুবে এবং ব্রেভিস দুইজনেই স্পিনারদেরও খুব ভালোভাবে খেলেছে।’