IPL Code of Conduct breach Varun Chakravarthy fined: আইপিএল ২০২৫-এ গত রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মধ্যে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে জয়লাভ করে সিএসকে। এর ফলে কেকেআরের প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে উঠেছে। একইসঙ্গে এই ম্যাচে কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তীর উপর বিসিসিআই জরিমানা আরোপ করেছে।
দারুণ পারফরম্যান্সের পরও শাস্তি
বুধবার অনুষ্ঠিত ম্যাচে সিএসকের বিরুদ্ধে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীর উপর জরিমানা আরোপ করা হয়েছে। আইপিএলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বরুণ চক্রবর্তী আইপিএল আচরণবিধির লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন। এর ফলে তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাঁকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
বরুণের দারুণ বোলিং
সিএসকের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। যদিও তাঁর দল জয় পায়নি, তবুও তিনি বল হাতে চমক দেখান।
আরও পড়ুন … ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনার মধ্যে PSL 2025-এর ভবিষ্যত কী? কী বলছে PCB? নজর রাখছে বাংলাদেশ
সিএসকের ২ উইকেটের জয়
এই ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে। জবাবে সিএসকে ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সিএসকের হয়ে এই ম্যাচে নূর আহমেদ অসাধারণ বোলিং করেন এবং সর্বাধিক ৪টি উইকেট নেন। তাঁর এই পারফরম্যান্সের সুবাদে তাঁকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়।
আরও পড়ুন … রোহিত শর্মার টেস্ট থেকে অবসর: ইংল্যান্ড সফরে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ! কীভাবে সমস্যার সমাধান হবে
বরুণ চক্রবর্তীর শাস্তি
একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বরুণ চক্রবর্তী আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং তিনি লেভেল ১ অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। বরুণ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন, যদিও তাঁর দল ম্যাচে পরাজিত হয়।
আরও পড়ুন … আর্সেনালকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে PSG, এবার ফরাসি চ্যাম্পিয়নদের সামনে ইন্টার মিলান
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বরুণ চক্রবর্তী ধারা ২.৫ এর অধীনে লেভেল ১ অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন।’