দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নাগরিকের মৃত্যুর পর ভারত বনাম পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার নিশ্চিত করেছে যে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ মরশুম নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।
বুধবার ভোররাতে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে জইশ-ই-মহম্মদের বাহাওয়ালপুর ও লস্কর-ই-তইবার মুরিদকেতে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটির উপর নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এই সামরিক অভিযানের প্রেক্ষিতে ভারতের বিসিসিআই (BCCI) চলতি আইপিএল ২০২৫-এর সূচি পুনর্বিবেচনা করছে, কারণ উত্তর ও পশ্চিম ভারতের ১৮টি বিমানবন্দর বুধবার অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়। তবে, পিএসএল-এর উপর এর কোনও প্রভাব পড়ছে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন … রোহিত শর্মার টেস্ট থেকে অবসর: ইংল্যান্ড সফরে ভারতের সামনে নতুন চ্যালেঞ্জ! কীভাবে সমস্যার সমাধান হবে
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (PTI) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি খেলোয়াড়রা পিএসএলে খেলতে থাকবেন, এবং এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া যায়নি তাদের দেশত্যাগের। ছয়টি ফ্র্যাঞ্চাইজির তিনজন মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, প্রতিটি দলে অন্তত পাঁচ থেকে ছয়জন বিদেশি খেলোয়াড় রয়েছে এবং এখনও পর্যন্ত কেউ লিগ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেননি।
আরও পড়ুন … আর্সেনালকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে PSG, এবার ফরাসি চ্যাম্পিয়নদের সামনে ইন্টার মিলান
রিপোর্টে আরও বলা হয়েছে, ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস-এর মধ্যে ম্যাচটি নির্ধারিত সময়েই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডিতে ম্যাচ হবে ৭, ৮, ৯ ও ১০ মে। এরপর ১১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মুলতানে। কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ মে রাওয়ালপিন্ডিতে এবং দুইটি এলিমিনেটর (১ ও ২) এবং ফাইনাল ম্যাচটি হবে যথাক্রমে ১৪, ১৬ ও ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
আরও পড়ুন … ২৬-এর আগেই IPL-এ ৫০০+ রান! বিরাট-শ্রেয়সের পর বিরল রেকর্ড গড়লেন শুভমন গিল
বাংলাদেশ পিএসএলে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে। ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে, বাংলাদেশের দুই খেলোয়াড় পিএসএলে অংশ নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে ক্রিকবাজ জানিয়েছে। রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন, আর নাহিদ রানা খেলছেন পেশোয়ার জালমির হয়ে।
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বিসিবি পিসিবি ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে, যাতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।’