টেস্ট ক্রিকেট থেকে কোহলির অবসরে ভারতীয় দলে একটা শূন্যস্থান তৈরি হয়ে গেছে। যে স্থান সহজে ভরাট করা যাবে বলে মনে হয় না। যদি না অবিশ্বাস্য কিছু করে দেখাতে পারেন ভারতের জোড়া বিশ্বকাপ ফাইনালের নায়ক তথা ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ড সিরিজে একপ্রকার আনকোরা, বিরাট-রোহিতের তুলনায় বেশ খানিকটা কম ঝুরি দল নিয়েই নামবে টিম ইন্ডিয়া। তাই কোহলিকে নাকি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়েছিল, যদিও তিনি সেটা শোনেননি। অবশ্য বিরাটের অবসরে তাঁকে কুর্নিশ জানাতে ভুলল না ভারতীয় ক্রিকেট দল।
বিরাটের সেরা বক্তব্য নিয়ে ভিডিয়ো পোস্ট Indian Cricket Team-র
ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে বিরাট কোহলির সেরা কিছু পেপ টকের ভিডিয়োর কোল্যাজ এদিন সোশাল মিডিয়ায় দেওয়া হয়। যেখানে কোহলিকে বলতে শোনা যায়, ‘আমার প্রথম ভাবনাটা ছিল দেশের জন্য টেস্ট ক্রিকেট খেলা। এটাই আমার লক্ষ্য ছিল, কারণ এটা ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের খেলা। টেস্টে খেলতে চাওয়ার আমার প্রধাণ ইচ্ছা ছিল কারণ এই ফরম্যাটে খেলায় একটা চ্যালেঞ্জ রয়েছে। এই ফরম্যাটে কেউ তোমায় কোচিং করাতে পারবে না। কেউ তোমায় বলবে না যে ধীরে সুস্থে খেলো, কেউ তোমায় বলবে না যে সাবধানে খেলো। এই ফরম্যাট সব সময়ই দায়িত্ব নিয়ে খেলার ক্রিকেট, এই ফরম্যাট সব সময়ই কঠিনতম ক্রিকেট। সেই কারণেই এটাকে টেস্ট ক্রিকেট বলা হয়।’
বিরাট সেই ভিডিয়োর পরবর্তী অংশ বলছিলেন, ‘ কেউ কোনওদিন টেস্ট ক্রিকেটে তোমাদের কিছু বলবে না। টেস্টে পরিস্থিতির ওপর নির্ভর করে যদি আগ্রাসী ক্রিকেট খেলতে হয়, তাহলে সেটাই খেলব। যদি দৌড়াতে হয়, তাহলে দৌড়াবো। যদি মাটিতে বল রেখে শট খেলতে হয় সেটাই খেলব। মাঠের মধ্যে খেলার জন্য কোনওরকম ক্লান্তি থাকলে চলবে না, যেটা দরকার সেটা করে যেতে হবে।’
বিদেশের মাটিতে সিরিজ জেতার জেদ ছিল কোহলির
এরপর অস্ট্রেলিয়া সফরের আগে কোহলির এক সাংবাদিক সম্মেলনের অংশ দেখানো হয়। যেখানে কোহলি বলছেন, ‘যদি আমরা বিদেশের মাটিতে গিয়ে সিরিজ জিতে আসতে পারি, তাহলে আমার মুখের হাসি আরও চওড়া হতে দেখবে তুমি। আমি সব সময়ই ফলাফল পেতে পছন্দ করি, আর আমার কাছে মোটিভেশন হচ্ছে দলের জন্য যতক্ষণ পারব খেলার চেষ্টা করব। ’
প্রথম ভারতীয় এবং এশিয়ান অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে জিতেছেন বিরাট অস্ট্রেলিয়ায় গিয়ে। এছাড়াও ভারতীয় অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি টেস্ট শতরান কোহলির, রয়েছে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ৫৮৬৪ টেস্ট রানও।টেস্ট কেরিয়ার কোহলি শেষ করলেন ১২৩টি ম্যাচ খেলে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। দেশের জার্সিতে ভারতকে ৬৮ টেস্টে ক্যাপ্টেন্সি করে ৪০ ম্যাচেই জিতেছিলেন বিরাট।