টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ভারতের বহুল প্রত্যাশিত ইংল্যান্ড সফরের মাত্র এক মাস আগে আসা এই সিদ্ধান্তটি ভক্তদের একেবারেই স্তম্ভিত করেছে। কোহলির এই সিদ্ধান্ত তার সতীর্থ রোহিত শর্মার পথ অনুসরণ করেই নিলেন, যিনি কয়েকদিন আগে এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় রোহিত টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার বিরাটের টেস্ট কেরিয়ার থেকে বিদায়ের মূহূর্তে তাঁকে নিয়ে লেখা পোস্ট করলেন তাঁর বোন ভাবনা।
কোহলি পরিবারের জন্য গর্বের মুহূর্ত
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগময় পোস্টের মাধ্যমে বিরাটের টেস্ট অবসরের কথা ঘোষণার পর তাঁর বিশাল ফ্যানবেস ভালবাসা এবং সমর্থনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সোশাল মিডিয়ায়। তার বড় দিদি ভাবনা কোহলি ধিংরা ইনস্টাগ্রামে তার আইকনিক সাদা টেস্ট জার্সি পরা ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন। ছবির সঙ্গে তিনি কোহলির বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতিফলন রেখেই এক লেখা লিখেছেন।
দিদি ভাবনা লিখেছেন-
দিদি লিখেছেন, "গর্ব করার মতো একটি যাত্রা। কঠোর পরিশ্রম, আবেগ, কঠিন সময় এবং প্রচুর প্রশংসার একটি যাত্রা। এমন একটি যাত্রা যা আমাদের সমস্ত হৃদয়কে গর্ব এবং শ্রদ্ধায় ভরিয়ে তোলে। তোমার সত্যিই সমস্ত প্রশংসা প্রাপ্য! ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমরা তোমাকে ভালবাসি," ।
একঝলকে বিরাটের দিদির পোস্ট
বিরাট কোহলির ভাই বিকাশ কোহলিও দাদার টেস্ট অবসর ঘোষণার পর একটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন, 'সবসময় তোমার জন্য গর্বিত, ভাই… তুমি মাথা উঁচু করে আছো এবং যতটুকু পেরেছো দিয়েছো। আশীর্বাদ থাকুক তোমার ওপর।
প্রথম ভারতীয় এবং এশিয়ান অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে জিতেছেন বিরাট অস্ট্রেলিয়ায় গিয়ে। এছাড়াও ভারতীয় অধিনায়কদের মধ্যে সব থেকে বেশি টেস্ট শতরান কোহলির, রয়েছে অধিনায়ক হিসেবে সব থেকে বেশি ৫৮৬৪ টেস্ট রানও।টেস্ট কেরিয়ার কোহলি শেষ করলেন ১২৩টি ম্যাচ খেলে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৬.৮৫। রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান। দেশের জার্সিতে ভারতকে ৬৮ টেস্টে ক্যাপ্টেন্সি করে ৪০ ম্যাচেই জিতেছিলেন বিরাট। আগেই টি২০ বিশ্বকাপ জেতার পরই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি, ফলে এখন বিরাট কোহলি মাত্র একটি ফরম্যাটেই খেলবেন। আর তাঁর পাখির চোখ থাকবে আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপ। সেটা জিতেই নিজের ক্রিকেট কেরিয়ার হয়ত ভালো ভালোয় শেষ করতে চাইবেন ওডিআইতে সবচেয়ে বেশি শতরানের মালিক।