একটা সময় ছিল যখন বক্স অফিসে গোবিন্দার ছবি আসা মানে ধামাকা হত। বাড়ির বাইরে ছিল পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে যেত। তাঁর অভিনয় ও নাচের সামনে বড় বড় অভিনেতারাও ছিলেন ফ্যাকাশে, আজ সেই গোবিন্দাই বেকার হয়ে ঘরে বসে রয়েছেন, কাজ পাচ্ছেন না, আর এই অভিযোগেই ক্ষোভ উগরে দিলেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি, সুনীতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন যে তিনি এবং তাঁর দুই সন্তান গোবিন্দাকে আরও একবার পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন।
ঠিক কী বলেছেন সুনীতা?
জুমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আমি গোবিন্দাকে সবসময় বলি যে তুমি একজন কিংবদন্তি তারকা, তুমি ৯০ এর দশকের রাজা। আজকের প্রজন্মও তোমার গানে নাচে। তাহলে ঘরে বসে আছো কেন? তোমার বয়সী অন্যান্য অভিনেতা অনিল কাপুর, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ সবাই কাজ করছেন। তাহলে তুমি কেন নও?’
তাঁর সাক্ষাৎকারে আরও বলেন, ‘আপনি যাঁদের সঙ্গে আছেন, সেখানে সকলে আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায় তবে ওঁরা আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন না। গোবিন্দাও তাঁদের সাহায্য করে, কিন্তু কেউ ওকে সত্যি কথা বলে না। আমি ওকে বলি ভালো মানুষদের সঙ্গে ওঠাবসা করো। আমার খুবই খারাপ লাগে এত বড় একজন শিল্পী ঘরে বসে আছেন।’
সুনীতা আহুজার কথায়, গোবিন্দা এখনও ৯০ দশকের মানসিকতায় আটকে আছেন, উনি OTT প্ল্যাটফর্মে কাজ করতে রাজি হন না। আমি ৩৮ বছর ধরে ভুগছি। আমি ওকে ওটিটিতে কাজ করার পরামর্শ দিয়েছিলাম। ওটা খুবই ভালো পরামর্শ ছিল, কিন্তু উনি রাজি হলেন না।আমি প্রতিদিন বিভিন্ন ভাষার সিনেমা দেখি। কিন্তু উনি শুধুই বড় পর্দার ছবি করতে চান। আমি ৩৮ বছর ধরে এটা সহ্য করে চলেছি, কিন্তু সে আর আমার কোনও কথাই শোনে না। এখন দেখুন, ও যাঁদের কথা শুনছে তাঁদের নিয়ে কী করতে পারেন দেখা যাক।'
গোবিন্দাও কি বলিউড রাজনীতির শিকার?
এবিষয়ে সুনীতার জবাব, হ্যাঁ, রাজনীতি তো বটেই। যখন একজন সাধারণ পরিবার থেকে কেউ উঠে আসে, তখন মানুষ তা হজম করতে পারে না। আমি জানি গোবিন্দের ৩-৪টি ছবির মধ্যে বেশ কয়েকটি মুক্তি থেকে আটকে দেওয়া হয়েছিল। আমি নাম নেব না, তবে এটা সত্যি যে এই শিল্পে ভীষণই রাজনীতি চলে। কমপক্ষে ওর তিন থেকে চারটি ছবি কখনও আলোর মুখই দেখল না। ওকে উপযুক্ত প্ল্যাটফর্ম বা সিনেমাহল দেওয়া হয়নি।