আইপিএলের বাকি লিগের ম্যাচের সূচি ঘোষণা হলেও, প্লে অফ এবং ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি। মূল সূচি অনুযায়ী কলকাতায় প্লে অফের দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কলকাতার প্লে-অফের ম্যাচ দু'টি আদৌ হবে কিনা, ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
যদিও প্লে-অফের ভেন্যু নিয়ে এখনও কোনও স্পষ্টতা নেই, কিছু সূত্রের দাবি অনুযায়ী, মুম্বই এবং আমেদাবাদ নতুন আয়োজকের তালিকায় রয়েছে রয়েছে। কলকাতা থেকে ম্যাচ দু'টি সরানোর কারণ হিসেবে বলা হচ্ছে, জুনের শুরুতে কলকাতার আবহাওয়া নিয়ে সংশয়। স্পষ্টতই বৃষ্টিপাতের সম্ভাবনার খবর রয়েছে। যে কারণে ম্যাচ দু'টি সরানো হচ্ছে। তবে এই সময়ে সর্বত্রই কম-বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে, জুনের প্রথম দিকে কলকাতা বৃষ্টিপাতের প্রভাব খুব কমই পড়ে এবং গত কয়েক বছরের হিসেব দেখলে দেখা যাবে, জুনের প্রথম ১০ দিন আবহাওয়া নিয়ে কোনও সমস্যা সেভাবে দেখা যায় না। এমনটা দাবি কলকাতার সাধারণ মানুষেরও।
এছাড়াও তিন সপ্তাহ আগে থেকে আবহাওয়া কেমন থাকবে, সেই সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব এবং কোনও আবহাওয়া বিভাগও এত তাড়াতাড়ি কোনও দৃঢ় উত্তর দিতে পারে না। এদিকে সিএবি কোনও ভাবেই এই ম্যাচ দু'টি হাতছাড়া করতে চাইবে না। তারা চাইবে, এই ম্যাচ দু'টি সফল ভাবে সংগঠিত করতে।
আইপিএল ফাইনাল ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির মধ্যে একটি এবং কোনও সংস্থাই এটি ছেড়ে যেতে চায় না। তাই মুম্বই এবং আমেদাবাদ এখন বড় প্রতিযোগিতায় থাকলেও, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। যদি তাই হতো, তাহলে ঘোষণাটি করা হতো। এটি আরও একটি রোমহর্ষক টি-টোয়েন্টি ম্যাচ হতে পারে এবং শেষ ওভার পর্যন্ত খেলা যেতে পারে।
যাইহোক সিএবি-র তরফে এক সূত্র দাবি করেছেন, ‘প্লে-অফ এবং ফাইনাল কলকাতা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা বোর্ডের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য এখনও পাইনি। আমরা এই হাই প্রোফাইল ম্যাচগুলি আয়োজনের ক্ষেত্রে খুব ভালো কাজ করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’ অর্থাৎ সিএবি যে এই ম্যাচগুলি হাতছাড়া করতে চাইবে না, সেটা তো স্পষ্ট। তারা ম্যাচ দু'টি ইডেনে রেখে দিতেই শেষ পর্যন্ত লড়াই চালাবে, এমন কথাও শোনা যাচ্ছে। এখন দেখার, ইডেনের ভাগ্যে আইপিএলের দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচ জোটে কিনা!