1 মিনিটে পড়ুন Updated: 13 Jan 2024, 11:18 AM ISTAbhisake Koley
Jharkhand vs Maharashtra Ranji Trophy 2024: সৌরাষ্ট্রের বিরুদ্ধে গত ম্যাচে শতরান করার পরে এবার মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেন কুমার সূরজ।
সেঞ্চুরির পরে বিরাট সিং। ছবি- পিটিআই।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জির এলিট-এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লড়াকু হাফ-সেঞ্চুরি করেন বিরাট সিং। সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৫ রান করে আউট হন ঝাড়খণ্ডের ক্যাপ্টেন। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ৫১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। এবার মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ঝকঝকে শতরান করেন বিরাট।
উল্লেখযোগ্য বিষয় হল, সৌরাষ্ট্রের বিরদ্ধে প্রথম ম্যাচে সেট হয়েও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন কুমার কুশাগ্র। ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটারকে গত আইপিএল নিলাম থেকে ৭ কোটি ২০ লক্ষ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও বড় রানের ইঙ্গিত দিয়ে থেমে গেল কুশাগ্রর ব্যাট।
পুণতে মহারাষ্ট্রের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ঝাড়খণ্ড। তারা প্রথম দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৯২ রান তোলে। ক্যাপ্টেন বিরাট সিং ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৭১ বলের দাপুটে ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন।
হাফ-সেঞ্চুরি করেন কুমার সূরজ। তিনি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫৬ বলে ৮৩ রান করে আউট হন। সূরজ সৌরাষ্ট্রের বিরুদ্ধে গত ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করে অপরাজিত থাকেন। সৌরভ তিওয়ারি শূন্য রানে আউট হন। কুমার দেওব্রত ৩১ রান করে মাঠ ছাড়েন। ৬৬ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। নাজিম সিদ্দিকি ৪৫ বলে ২৭ রান করেন। তিনি ৫টি চার মারেন।
প্রথম দিনের শেষে কুমার কুশাগ্র ৩২ রানে অপরাজিত ছিলেন। ব্যক্তিগত ২ রানে ব্যাট করছিলেন অনুকূল রায়। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে নিজেদের ইনিংসকে বড় রূপ দিতে পারেননি অনুকূল ও কুশাগ্র। অনুকূল ২৩ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। কুশাগ্র ৫টি বাউন্ডারির সাহায্যে ১২২ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন।
ঝাড়খণ্ড প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৩০০ রানের গণ্ডি টপকেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত টেল-এন্ডারদের নিয়ে লড়াই চালাচ্ছেন শাহবাজ নদিম। ঝাড়খণ্ড ১০৮ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তুলেছে। ব্যক্তিগত ৩০ রানে ব্যাট করছেন শাহবাজ।