একটা আদ্যোপান্ত সহজ রানচেজ ছিল। ১১২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোর ছিল ৭.৩ ওভারে তিন উইকেটে ৬২ রান। সেখান থেকে ৯৫ রানে অল-আউট হয়ে যায় কেকেআর। অর্থাৎ ৩৩ রানে শেষ আট উইকেট হারায় নাইট ব্রিগেড। আর যেখান থেকে কেকেআরের ইনিংসে সেই ধসের শুরু হয়, সেটা আদতে আউটই ছিল না। যুজবেন্দ্র চাহালের বলে অজিঙ্কা রাহানকে অনফিল্ড আম্পায়ার আউট দেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম) আবেদন করেননি রাহানে। পরে দেখা যায় যে ডিআরএস নিলে বেঁচে যেতেন।
বাজে শট খেলেছেন, হেরে যাওয়ার পরে বললেন রাহানে
তারপরও অবশ্য ওখান থেকে কেকেআরের ম্যাচটা জেতা উচিত ছিল। কারণ রাহানে যখন আউট হন, তখন জয়ের জন্য নাইটদের ৭৪ বলে মাত্র ৫০ রান দরকার ছিল। হাতে ছিল সাত-সাতটি উইকেট। তারপরও কেকেআর হেরে গিয়েছে। সেই পরিস্থিতিতে হারের যাবতীয় দায় নিজের কাঁধে তুলে নিলেন রাহানে। বললেন যে অধিনায়ক হিসেবে তাঁর আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। কিন্তু সেটা পারেননি।
আরও পড়ুন: চরম লজ্জার মুখে KKR! IPL-র ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি রক্ষা করে জিতে গেল PBKS
তরুণ অংকৃষের পাশে রাহানে
ম্যাচের পরে অত্যন্ত হতাশার সুরে রাহানে বলেন, ‘কিছু বলার নেই আমার। কী হল, সেটা আমরা সবাই দেখেছি। এই পারফরম্যান্সে অত্যন্ত হতাশ। পুরো দোষটা আমি নিজের কাঁধে নেব। আমি ভুল শট খেলেছি। যদিও ওটা স্টাম্পে লাগছিল না।’
সেইসঙ্গে নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা তরুণ অংকৃষ রঘুবংশীর পাশে দাঁড়িয়ে কেকেআরের অধিনায়ক বলেন, ‘ও নিশ্চিত ছিল না। ও বলেছিল যে আম্পায়ার্স কল হতে পারে। ওই সময় আমি কোনও ঝুঁকি নিতে চাইনি। আমিও নিশ্চিত ছিলাম না।’
আরও পড়ুন: থ্রোয়ের সময় ফিল্ডারের হাত ফস্কে বল পেরিয়ে গেল বাউন্ডারি! ৫ রান পেল KKR, কেন?
বোলাররা দারুণ খেলেছে, ঝুলিয়েছেন ব্যাটাররা, স্বীকার রাহানের
হারের দায়ভার মূলত নিজের কাঁধে নিলেও দলের সার্বিকভাবে ব্যাটিং ব্যর্থতার কথাও তুলে ধরেছেন রাহানে। তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমার অত্যন্ত জঘন্য ব্যাট করেছি। আমরা পুরো দায়ভার নিচ্ছি। এই পিচে বোলাররা খুব ভালো বোলিং করেছে। পঞ্জাবের মতো শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে মাত্র ১১১ রানে আটকে রাখার ব্যাপারটা দারুণ ব্যাপার। ব্যক্তি হিসেবে আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে। থাকতে হবে ইতিবাচক। এই উইকেটে পুরো ব্যাট খুলে খেলা উচিত। সেটা বেশি ভালো। সুইপ করা কঠিন ছিল।’