এক ইউটিউব লাইভে এক ভক্ত তারকা স্পিনারকে বলেন, ‘প্রিয় অশ্বিন, অনেক ভালোবাসা সহ, অনুগ্রহ করে আমার প্রিয় CSK পরিবার ছেড়ে দাও।’ ভক্তের মন্তব্যের জবাব দিতে গিয়ে অশ্বিন আবেগঘন প্রতিক্রিয়া দেন।
CSK ছেড়ে চলে যান, ভক্তের কথা শুনে কী বললেন অশ্বিন? (ছবি- AFP)
আইপিএল ২০২৫-এ নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজেদের মরশুম শেষে চেন্নাই সুপার কিংসের তারকা স্পিনার বলেন, ‘আমি জানি কোথায় ভুল করেছি।’ চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে আইপিএল ২০২৫ মরশুমে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারার কথা স্বীকার করলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক ইউটিউব লাইভে এক ভক্ত তারকা স্পিনারকে বলেন, ‘প্রিয় অশ্বিন, অনেক ভালোবাসা সহ, অনুগ্রহ করে আমার প্রিয় CSK পরিবার ছেড়ে দাও।’ ভক্তের মন্তব্যের জবাব দিতে গিয়ে অশ্বিন আবেগঘন প্রতিক্রিয়া দেন।
চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ স্পিনার বলেন, ‘আমি সেই মন্তব্যের পিছনের ভালোবাসা বুঝতে পারছি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি নিজেও এই দলের জন্য প্রচণ্ডভাবে অনুভব করি। আমি এই মরশুমকে ব্যর্থতা হিসেবে ফেলে দিতে চাই না। আমি কঠোর পরিশ্রম করেছি এবং জানি কোথায় উন্নতি করতে হবে। বিশেষ করে পাওয়ারপ্লেতে অনেক বেশি রান দিয়ে ফেলেছি, সেটা ঠিক করতে হবে। আমি বল পেলে বল করব, ব্যাট করতে বললে ব্যাটও করব। আমি আমার সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’
‘এই দলে আমার হৃদয়ের টান আছে’—অশ্বিনের আবেগঘন স্বীকারোক্তি
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে প্রথমবার তলানিতে শেষ করা এবং প্লে-অফে না ওঠার দুঃখ প্রকাশ করেন রবিচন্দ্রন অশ্বিন। ৯.৭৫ কোটি টাকায় কেনা এই অভিজ্ঞ অলরাউন্ডার ৯ ম্যাচে মাত্র ৭ উইকেট নেন এবং ব্যাট হাতে করেছেন মাত্র ৩৩ রান।
রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘২০০৯ সাল থেকে আমি CSK-র সঙ্গে আছি এবং টানা সাত বছর খেলেছি। এই দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি, প্লে-অফে গিয়েছি। কিন্তু এমন মনখারাপ কোনও দিন হয়নি। আমি একা বসে কেঁদে ফেলেছিলাম। কারণ এই দলে আমার হৃদয়ের টান আছে। এখন আমার একমাত্র লক্ষ্য, পরের মরশুমে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে ভাবা।’