ভারতীয় টেস্ট দল থেকে সরফরাজ খানকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে জায়গা হয়নি এই প্রতিভাবান ব্যাটারের। চেতেশ্বর পূজারার মতে, নির্বাচকরা মনে করছেন, বিদেশের মাটিতে বিশেষ করে ইংল্যান্ডে সরফরাজ খান সফল হতে পারবেন না।
হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে চেতেশ্বর পূজারা বলেন, ‘কারণটা আমার মনে হয়, সে এশিয়ান কন্ডিশনে খুবই সফল হয়েছে। কিন্তু ম্যানেজমেন্ট মনে করে যে সে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো পরিবেশে ততটা সফল নাও হতে পারে।’
চেতেশ্বর পূজারা আরও বলেন, ‘তার ফিটনেস নিয়ে অতীতে কিছু সমস্যা ছিল, যদিও এখন সে নিজের ফিটনেসের উপর অনেক পরিশ্রম করছে। তাই এই সময়ে বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। তবে করুণ নায়ারের মতো একজন যিনি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন, তিনি সুযোগ পাওয়ারই যোগ্য ছিলেন।’
আরও পড়ুন … ভালোই হয়েছে… পাওয়ারপ্লেতে বারবার ব্যর্থ হওয়া রোহিত শর্মাকে নিয়ে বীরেন্দ্র সেহওয়াগের মজা
সরফরাজের প্রতীক্ষার শেষ কোথায়?
ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে পারফর্ম করে অবশেষে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সরফরাজের। কিন্তু বর্ডার-গাভসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এরপর পুরোপুরি দল থেকেই বাদ পড়ে যান। এদিকে ইংল্যান্ড সফরের আগে ১০ কেজি ওজন কমিয়ে ফিটনেসও উন্নত করেন সরফরাজ খান।
আরও পড়ুন … শ্রেয়স আইয়ারকে অবমূল্যায়ন করেছে KKR: পঞ্জাব কিংসের অধিনায়কের প্রশংসায় রবিন উথাপ্পা
সরফরাজ খানকে সুনীল গাভসকারের পরামর্শ
সরফরাজ খানকে সতর্ক করেছেন সুনীল গাভসকার। তিনি জানান, ‘একটা সেঞ্চুরি করেই নিশ্চিন্ত হলে চলবে না।’ সরফরাজ খানকে পরামর্শ দিতে গিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভসকার বলেন, ‘ক্রিকেট এমনই, এখানে সুযোগ পেলে সেটা পুঁজি করে জায়গা পাকা করতে হয়। আপনি আগের ইনিংসে শতরান করলেও পরের ইনিংসে নতুন করে চোখ স্থির করে রান করতে হবে। একটুও ঢিলেমি দেখালে অন্য কেউ জায়গা নিয়ে নেবে।’
আরও পড়ুন … তাঁর কাঁধে অনেক দায়িত্ব থাকবে… ENG vs IND সিরিজের আগে কেএল রাহুলকে সতর্ক করলেন আকাশ চোপড়া
নতুন মুখের জায়গা, অভিজ্ঞদের অপেক্ষা
এই দলে করুণ নায়ার, আর্শদীপ সিং ও সাই সুদর্শনের মতো নতুন মুখ সুযোগ পেলেও চেতেশ্বর পূজারা এবং সারফরাজের মতো অভিজ্ঞরা জায়গা পাননি। নির্বাচকদের যুক্তি অনুযায়ী, ভবিষ্যতের কথা ভেবে এবং বিদেশের কন্ডিশনে পরীক্ষিতদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। সরফরাজের প্রতি পূজারার সহানুভূতি এবং নির্বাচকদের প্রতি পরোক্ষ কটাক্ষ ইঙ্গিত দিচ্ছে—দলের জায়গা পাওয়া যতটা কঠিন, সেটি ধরে রাখা তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং।