টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সিরিজের আগে কেএল রাহুলের কাছে বিশেষ অনুরোধ করলেন আকাশ চোপড়া। রাহুলের প্রতি আকাশ চোপড়া বলেন, দয়া করে শেষ পর্যন্ত ফর্ম ধরে রাখবেন।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনী আকাশ চোপড়া ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজকে ঘিরে কেএল রাহুলের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তাঁকে সিরিজের শেষ পর্যন্ত যেন ফর্ম ধরে রাখতে বলেছেন আকাশ চোপড়া।
রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ার পর, অনেকে মনে করছেন আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে কেএল রাহুল ওপেনিং করবেন। আকাশ চোপড়া বলছেন, অভিজ্ঞতা এবং শূন্যতা পূরণের দায়িত্ব এবার রাহুলের কাঁধে আরও বেশি।
আরও পড়ুন … ছোটবেলায় স্বপ্ন দেখতাম… ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার পরে প্রথম প্রতিক্রিয়া দিলেন শুভমন গিল
‘ভালো শুরু করেও শেষদিকে ফর্ম হারান রাহুল’ – আকাশ চোপড়ার পর্যবেক্ষণ
আকাশ চোপড়া বলেন, ‘রাহুলকে নিয়ে আমার একটাই কথা – পুরো সিরিজ যেন তাঁর ভালো যায়। শুধু ভালো শুরু করে থামলে চলবে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার সিরিজেই হোক – রাহুল দুর্দান্ত শুরু করেছেন, কিন্তু শেষদিকে পারফরম্যান্স নেমে যায়। একটা সময় বুঝতে হবে, প্রথম ম্যাচে ৮০ বা দ্বিতীয় ম্যাচে ১০০ করলেই হবে না, তারপর সিরিজ শেষে তাঁর গড় থাকে ৩০।’
এরপরে তিনি আরও বলেন, ‘আমি চাই এমন একটা সিরিজ যেখানে গড় থাকবে ৪৭, ৪৮, ৫২, ৫৪-এর মতো। এবং এখনই সেই সুযোগ। কারণ রোহিত নেই, কোহলি নেই – অতএব দায়িত্ব বেশি। কেএল রাহুল আগের সিরিজে পুরোটা খেলেছে, এবার তাঁর কাঁধে অনেক দায়িত্ব থাকবে।’
আরও পড়ুন … কোহলি নাকি গিল! কাদের বিরুদ্ধে IPL 2025 Qualifier 1 খেলবে শ্রেয়সের পঞ্জাব? দেখে নিন গ্রুপ লিগের শেষ অঙ্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে চান কেএল রাহুল
সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে কেএল রাহুল জানিয়েছেন, তিনি আবার ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে চান এবং আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করছেন। কেএল রাহুল বলেন, ‘হ্যাঁ, আমি আবার টি-টোয়েন্টি দলে ফিরতে চাই এবং বিশ্বকাপকে মাথায় রেখেই এগোচ্ছি। তবে এখন আমি শুধু আমার খেলা উপভোগ করতে চাই।’
আরও পড়ুন … কী কথা হল? ম্যাচের মাঝেই MI মালিক আকাশ আম্বানির সঙ্গে PBKS ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের আড্ডা, ছবি ঘিরে বিতর্ক
এরপরে কেএল রাহুল বলেছিলেন, ‘আমি সাদা বলের খেলা নিয়ে কিছুটা সময় ভেবেছি। গত কয়েকটা পারফরম্যান্সে আমি খুশি ছিলাম। তবে ১২-১৫ মাস আগে আমি বুঝতে পারি যে খেলাটা একটু বদলে যাচ্ছে। এখন যে দল বেশি বাউন্ডারি মারে, তারাই বেশি জেতে। শুধু ‘স্মার্ট’ খেলার যুগটা আর নেই – যারা বেশি বাউন্ডারি মারতে পারে না, তারা বারবার হারছে।’
কেএল রাহুলের সামনে এবার বড় সুযোগ নিজেকে আবার প্রমাণ করার, বিশেষ করে টেস্ট দলের সিনিয়র সদস্য হিসেবে এবং ভবিষ্যতের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার লক্ষ্যের জন্য।