Shubman Gill's first reaction: ভারত দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মুখ খুললেন শুভমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য শুভমন গিলকে অধিনায়ক এবং ঋষভ পন্তকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। রোহিত শর্মার অবসরের পর টেস্ট দলের নেতৃত্বের ভার পাচ্ছেন শুভমন গিল। এই সুযোগকে তিনি জীবনের এক বড় সম্মান ও দায়িত্ব বলেই উল্লেখ করেছেন।
কী বললেন শুভমন গিল?
বিসিসিআই প্রকাশিত এক ভিডিয়োতে শুভমন গিল বলেন, ‘ছোটবেলায় যখন কেউ ক্রিকেট খেলা শুরু করে, তখন তার স্বপ্ন থাকে ভারতের হয়ে খেলার। শুধু খেলা নয়, দীর্ঘদিন ধরে ভারতের হয়ে টেস্ট খেলার স্বপ্ন থাকে। এখন সেই সুযোগ পাওয়া, এ এক বিশাল সম্মানের। এটা যেমন গর্বের, তেমন বড় দায়িত্বও।’
আরও পড়ুন … কোহলি নাকি গিল! কাদের বিরুদ্ধে IPL 2025 Qualifier 1 খেলবে শ্রেয়সের পঞ্জাব? দেখে নিন গ্রুপ লিগের শেষ অঙ্ক
কেন অধিনায়ক হলেন শুভমন গিল? কী ব্যাখ্যা দিলেন অজিত আগরকর?
গিলকে অধিনায়ক করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছি। গত এক বছরে গিলকে বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হয়েছে। ড্রেসিংরুম থেকে নানা রকম প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। বয়সে তরুণ হলেও ওর মধ্যে উন্নতি চোখে পড়ার মতো। আমরা আশাবাদী, গিলই সঠিক ব্যক্তি। ও একজন দারুণ ব্যাটার। ওকে শুভেচ্ছা। অধিনায়ক এক-দুই সিরিজের জন্য নির্বাচন করা হয় না।’
আরও পড়ুন … কী কথা হল? ম্যাচের মাঝেই MI মালিক আকাশ আম্বানির সঙ্গে PBKS ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের আড্ডা, ছবি ঘিরে বিতর্ক
অভিজ্ঞতা ও সাম্প্রতিক সাফল্য
গিল এর আগে ২০২৪ সালে জিম্বাবোয়েতে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিলেন অধিনায়ক হিসেবে। তিনি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হোয়াইট-বল দলের সহ-অধিনায়ক ছিলেন, যেখানে ভারত ট্রফি জিতেছিল দুবাইয়ে।
২৫ বছর বয়সি শুভমন গিল বর্তমানে আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের অধিনায়ক এবং দলে শীর্ষ চারে রয়েছে। তাঁর নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা করেছেন দলীয় সতীর্থ ও কোচিং স্টাফরাও। বিশেষ করে ঠান্ডা মাথা, কৌশলী চিন্তাভাবনা ও আগ্রাসী মনোভাবের জন্য শুভমন গিলের প্রশংসা করেছেন সকলে।
আরও পড়ুন … দরজায় কড়া নাড়লে হবে না, দরজা ভেঙে ঢুকে যেতে হবে… সরফরাজের জন্য গাভাসকরের বার্তা
গিলের টেস্ট পরিসংখ্যান ও স্কোয়াডে নতুন মুখ
এখনও পর্যন্ত ৩২টি টেস্টে শুভমন গিলের রান ১৮৯৩, গড় ৩৫.১। তাঁর ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি। ওপেনার এবং তিন নম্বরে ব্যাট করেছেন টেস্টে।
এবারের স্কোয়াডে ৭ বছর পর ফিরেছেন করুণ নায়ার। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন আর্শদীপ সিং এবং সাই সুদর্শন। চোটের কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মহম্মদ শামির। আগরকর জানিয়েছেন, মহম্মদ শামি এখনও টেস্ট খেলার মতো সম্পূর্ণ ফিট নন। শুভমন গিলের কাঁধে এখন ভারতের টেস্ট ভবিষ্যৎ, আর তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে ইংল্যান্ডের মাটিতে এক ঐতিহাসিক সিরিজ দিয়ে।