রাজস্থান রয়্যালসের আইপিএলের ২০২৫ মরশুম একেবারে ভালো কাটেনি। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলটি এই মরশুমে আইপিএলের প্লে অফেও যেতে পারেনি। কিন্তু তবুও এই দলকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এর একমাত্র কারণ হল ১৪ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। এই তরুণ ব্যাটসম্যান তার ব্যাটিং দিয়ে সকলকে মুগ্ধ করেছে। তার পারফরম্যান্সের পর, বৈভবের কোচ বলেছেন যে, আগামী দুই বছরের মধ্যে সে ভারতের হয়ে অভিষেক করবে।
বৈভব এই মরশুমে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং সেঞ্চুরি করেছে। সে আইপিএলের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার কীর্তি গড়েছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ব্যাটসম্যান। এটি আইপিএলে যে কোনও ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে দ্রুততম সেঞ্চুরি।
‘এটা শুরু থেকেই ওর অভ্যেস’
বিহার সিনিয়র দল এবং অনূর্ধ্ব-১৯ দলে বৈভবকে কোচিং করানো অশোক কুমার বিশ্বাস করেন যে, ১৪ বছরের কিশোর আর দু' বছরের মধ্যে ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারবে। কিন্তু এর জন্য তাকে তার ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে আরও কাজ করতে হবে। সংবাদ সংস্থা আইএএনএস-এর সঙ্গে কথা বলতে গিয়ে অশোক বলেন, ‘ছোটবেলা থেকেই ওর একা হাতে দলের হয়ে ম্যাচ জেতামোর অভ্যেস ছিল, যেটা গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলা ম্যাচে দেখা গিয়েছিল। রাহুল দ্রাবিড় এবং বিক্রম রাঠোর স্যার সেখানে ছিলেন এবং এর জন্য ওর ব্যাটিংয়েও উন্নতি হয়েছে। ও সাদা বলে অনুশীলন করেছে, এই তিন মাসে ওর খেলায় অনেক উন্নতি হয়েছে। ও পরিস্থিতি বুঝতে শিখেছে।’
‘দু'বছরের মধ্যে ভারতের সিনিয়র দলে খেলবে’
সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘এই সব কিছু দেখে আমার মনে হচ্ছে, ও ভবিষ্যতের একটা ভালো জায়গায় যাওয়ার আভাস দিচ্ছে। আমার বিশ্বাস, যদি বৈভব ওর ফিটনেস এবং ফিল্ডিংয়ে উন্নতি করে, তাহলে আগামী দুই বছরের মধ্যে ওর নাম ভারতের সিনিয়র টি-টোয়েন্টি দলে থাকবে। আমার মনে হয় বিসিসিআই ওকে একটা সুযোগ দেবে।’
সম্প্রতি, ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করা হয়েছে। সেই দলে হিসেব মতো জায়গা করে নিয়ে বৈভব সূর্যবংশী। এই সফরে, উভয় দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এছাড়াও, কিছু দুই দিনের ম্যাচও খেলা হবে।