রোহিত শর্মা সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর আগে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ জয়ের পর, সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকেও তিনি অবসর নিয়েছিলেন। স্বভাবতই তিনি এখন শুধু ওডিআই খেলবেন। যে কারণে আপাতত তিনি শুধু ভারতের ওয়ানডে দলেরই অধিনায়ক। এদিকে খবর শোনা যাচ্ছে যে, আইপিএল ২০২৫-এর পরে এই কিংবদন্তি প্লেয়ারের অস্ত্রোপচার করা হবে। খবর অনুসারে, রোহিত গত পাঁচ বছর ধরে একটি সমস্যায় ভুগছেন, যে কারণে তাঁর অনেক ক্ষতি হয়েছে। এবার সেটা থেকে মুক্তি পেতে চান হিটম্যান।
আসলে রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বহু দিন ধরেই ভুগছেন। এর সঠিক চিকিৎসা কেবল অস্ত্রোপচারের মাধ্যমেই করা যেতে পারে এবং দাবি করা হচ্ছে যে, আইপিএলের পরে তিনি এই অস্ত্রোপচারটি করবেন।
রোহিতের অস্ত্রোপচার হবে
ক্রিকব্লগারে দাবি করা হয়েছে যে, রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে রয়েছেন। যে কারণে তিনি এখনও তাঁর অস্ত্রোপচারের করিয়ে নিতে চাইছেন। কারণ এটিই তাঁর সঠিক সময় বলে মনে হয়েছে। রোহিত শর্মা দীর্ঘদিন ধরে এই অস্ত্রোপচার পিছিয়ে দিচ্ছিলেন। কারণ তিনি দলের অধিনায়ক ছিলেন এবং বিভিন্ন বড় টুর্নামেন্টের কারণে তিনি অস্ত্রোপচার করার সুযোগ পাননি।
তাই এখন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, অনেকটা সময় ফাঁকা পাবেন। এবং এখন তাঁর হাতে অস্ত্রোপচার করানো এবং সেটা থেকে সেরে ওঠার জন্য তাঁর হাতে যথেষ্ট সময় আছে বলে তিনি মনে করেন।
রোহিত শর্মার হাতে আপাতত প্রচুর সময় আছে
রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেট খেলবেন না। আগামী ৩ মাস কোন ওয়ানডে সিরিজ নেই। এমন পরিস্থিতিতে, রোহিতের সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় আছে। ২০১৬ সালে রোহিত শর্মার কোয়াডস টেন্ডনে অস্ত্রোপচার করা হয়েছিল, যার থেকে সেরে উঠতে তাঁর ৩ মাস সময় লেগেছিল। হ্যামস্ট্রিং সার্জারি থেকে সেরে উঠতেও তাঁর এরকমই ৩-৪ মাস সময় লাগতে পারে।
ভারতকে তাদের পরবর্তী ওয়ানডে সিরিজ খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কও তিক্ত হওয়ায় এই সফর এখনও নিশ্চিত হয়নি। এর মানে হল, আইপিএল ২০২৫-এর পর রোহিতের অস্ত্রোপচার করানো এবং তার থেকে সেরে ওঠার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয়। রোহিত যদি ২০২৭ বিশ্বকাপ খেলতে চান এবং জিততে চান। আর তার জন্য তাঁকে সম্পূর্ণ ফিট থাকতে হবে এবং এই অস্ত্রোপচারটি এর জন্য জরুরি।